জাতীয় লিগে সেঞ্চুরি করলেন সিলেটের অলক কাপালী

    0
    127

    নিজস্ব প্রতিবেদক: জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডে সেঞ্চুরি করেছেন সিলেটের অলক কাপালী। চট্টগ্রামের বিপক্ষে ফতুল্লায় তিনি ১৭১ বলে ১০০ রান করেন। ৪টি চার ও একটি ছক্কায় সাজানো তার ইনিংসটি।

    অলক কাপালীর সেঞ্চুরিতে ৮২.৪ ওভারে সিলেট সংগ্রহ করেছে ২৬৭ রান। উইকেট হারিয়েছে ৫টি। শাহনূর রহমানকে নিয়ে ব্যাটিংয়ে আছেন অলক কাপালী।

    এর আগে সকাল টস হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৮ রানেই প্রথম উইকেট হারায় সিলেট। তান্না ফিরে যান  ৪ রানে। দলীয় ৩৯ রানে সিয়াম আলম ২৭ রানে আউট হয়ে যান। এরপর জাকির আলম ৩২ রানে ফিরে যান সাজঘরে। ২৭ রান করেন রুমান আহমদ। ৫১ রানে রাজিন সালেহ সঞ্জিতের বলে আউট হন।

    এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here