জাদরানের রেকর্ড গড়া ইনিংস

0
59

স্পোর্টস ডেস্কঃ আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ হার এড়ালো স্বাগতিক শ্রীলঙ্কা। ইব্রাহিম জাদরানের রেকর্ড গড়া ইনিংসে আফগানরা তিনশ ছাড়ালেও শেষের ঝড়ে দারুণ জয়ে সিরিজ ড্র করল লঙ্কানরা।

টস জিতে প্রথমে ব্যাট করে ওপেনার ইব্রাহিম জাদরানের সেঞ্চুরিতে ৫০ ওভারে ৮ উইকেটে ৩১৩ রান করে আফগানিস্তান। ১৩৮ বলে ১৫টি চার ও ৪টি ছক্কায় ১৬২ রান করেন জাদরান। ৮ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে তৃতীয় সেঞ্চুরি করে সেরা ইনিংস খেলেছেন তিনি। আফগানিস্তানের হয়ে ওয়ানডেতে এই প্রথম দেড়শ ছুঁতে পারলেন কোনো ব্যাটসম্যান।

জবাবে ২ বল ও ৪ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে শ্রীলঙ্কা। চারিথ আসালঙ্কা অনবদ্য ৮৩ ও কুশল মেন্ডিস ৬৭ রান করেন। ম্যাচ সেরা হন আসালঙ্কা। প্রথম ও শেষ ম্যাচের সেঞ্চুরিতে সিরিজ সেরা ইব্রাহিম।  এর আগে প্রথম ওয়ানডে ৬০ রানে জিতে আফগানিস্তান। দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিলো। এতে তিন ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ হয়।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here