নিজস্ব প্রতিবেদকঃ সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে বিপিএলের দশম আসরে শুভসূচনা করল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। শুক্রবার উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে বড় জয় পেয়েছে বন্দর নগরীর দলটি। সিলেটের করা ১৭৭ রানের জবাবে ব্যাট করতে নেমে নাজিবুল্লাহর জাদরান ও শাহাদাত হোসেন দিপুর ফিফটিতে ৭ উইকেটের বড় জয় পেয়েছে তারা।
লক্ষ্য তাড়ায় পাওয়ারপ্লে-তে টপঅর্ডারের তিন ব্যাটারের মধ্যে আভিস্কা ফার্নান্দো একাই রান পান। তানজিদ হাসান তামিম ২ ও ইমরান উজ্জামান ১১ রান করলেও ফার্নান্দো করেন ৩৯ রান। এদের মধ্যে ইমরান উজ্জামানের উইকেট নেন মাশরাফী বিন মোর্ত্তজা। ৮ মাস পর মাঠে নেমে প্রথম বলে উইকেট পান তিনি।
এরপর শাহাদাত হোসেন দিপু ও নাজিবউল্লাহ জাদরানের ব্যাটে লক্ষ্যের দিকে ছুটতে থাকে চট্টগ্রাম। ৩৫ বলে ফিফটি করেন শাহাদাত। জাদরানও তাকে ভালো সঙ্গ দেন। শেষ পর্যন্ত দিপু ৩৯ বলে ৫৭ ও জাদরান ৩০ বলে ৬১ রান করে অপরাজিত থাকেন। সিলেটের হয়ে ১টি করে উইকেট নেন রিচার্ড এনগারাভা, মাশরাফী ও নাজমুল ইসলাম অপু।
এর আগে ব্যাট করতে নেমে সিলেটের দুই উদ্বোধনী ব্যাটার নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ মিথুন ৮.২ ওভারে স্কোরবোর্ডে ৬৭ রান সংগ্রহ করেন। এরপর নাহিদের বলে সীমানার কাছে উড়ন্ত বল লাফিয়ে ধরেন আভিস্কা ফার্নান্দো। এতে করে শান্ত ৩০ বলে ৩৬ রান করে বিদায় নিলে ভাঙে জুটি। দ্বিতীয় উইকেটে মিথুন ও জাকির হোসেন ২৮ রানের জুটি গড়ার পর কার্টিস ক্যাম্ফারের বলে বিদায় নেন মিথুন। তার আগে ২৮ বলে ২ ছক্কা ও ৪ চারে ৪০ রান করেন।
এরপর জাকির হাসান ও হ্যারি টেক্টর জুটি বেধে খেলতে থাকেন। দুজনই ধীরে ধীরে চড়াও হন চট্টগ্রামের বোলারদের ওপর। উইকেটের চারপাশে পেটাতে থাকা জাকির ফিফটি পূর্ণ করেন ৩১ বলে। শেষ পর্যন্ত ৪৩ বলের ইনিংসে ৭টি চার ও একটি ছক্কায় ৭০ রানে অপরাজিত থাকেন জাকির। অন্যপ্রান্তে অপরাজিত থাকা হ্যারি টেক্টর ২০ বলে করেন ২৬ রান। চট্টগ্রামের হয়ে একটি করে উইকেট পান নিহাদুজ্জামান ও কার্টিস ক্যাম্ফার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post