জাদেজার ক্যারিয়ার সেরা বোলিংয়ে বিধ্বস্ত অস্ট্রেলিয়া

0
41

স্পোর্টস ডেস্কঃ দিল্লি টেস্টের তৃতীয় দিনে অবিশ্বাস্য এক সকাল দেখলো ভারত। আরেকটু স্পষ্ট করে বললে রবীন্দ্র জাদেজা সেই দারুণ সকালটা উপহার দিয়েছেন ভারতকে। অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে অমবস্যা লাগিয়ে দিয়েছিলেন এই বাঁহাতি স্পিনার। নিজের ক্যারিয়ার সেরা বোলিংয়ের দিনে জাদেজা নাকানি-চুবানি খাওয়ালেন সফরকারীদের।

দিল্লি টেস্টে আগের দিন শেষ বিকেলে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে অজিরা। দিন শেষে ভালো অবস্থানেই ছিল দলটি। ১২ ওভারে ১ উইকেট হারিয়ে ৬১ রান নিয়ে আজ আবার ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। কিন্তু এদিন মাত্র ১১৩ রানে গুঁটিয়ে যায় প্যাট কামিন্সের দলের ইনিংস।

এদিন মাত্র ৫২ রান স্কোরবোর্ডে যোগ করতেই বাকি ৯ উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। সকালে ব্যাট করতে নেমে দলীয় ৬৫ রানে ট্রেভিস হেডকে দিয়ে শুরু। এরপর একে একে নিয়মিত বিরতিতে বাকি উইকেট হারাতে থাকে অজিরা। জাদেজার সাথে যেখানে যোগ দেন অশ্বিন। দুজনের স্পিন ভেলকিতে নাকাল হয়ে পড়ে অতিথিরা। শেষ পর্যন্ত ৩১.১ ওভারেই অলআউট হয়ে পড়ে। যার ফলে জিততে হলে ভারতের সামনে ১১৫ রানের মামুলি লক্ষ্য এখন।

দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ বলে ৬ বাউন্ডারি ও ১ ছক্কায় ৪৩ রান করেন হেড। টপ অর্ডারে নামা ল্যাবুশানে ৫০ বলে ৫ বাউন্ডারিতে ৩৫ রান করেন। এর বাইরে আর কেউই ব্যক্তিগত রানের খাতা দুই অঙ্কের ঘরে নিয়ে যেতে পারেননি।

ভারতের হয়ে ১২.১ ওভার বল করে ১ মেইডেনসহ ৪২ রান খরচায় একাই ৭ উইকেট শিকার করেন জাদেজা। এটি তার টেস্ট ক্যারিয়ার সেরা বোলিং ফিগার। এর বাইরে ৩ উইকেট শিকার করেন অশ্বিন।

১১৫ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করছে এখন ভারত। বেশ ভালোভাবেই সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পথে স্বাগতিকরা।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here