স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপে টানা চতুর্থ জয় পেয়েছে ভারত। বৃহস্পতিবার বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়েছে রোহিত শর্মার দল। টাইগাররা পুনেতে আগে ব্যাট করে ২৫৬ রানের পুঁজি পায়। রান তাড়ায় বিরাট কোহলির সেঞ্চুরিতে ৭ উইকেটের বড় জয় পায় স্বাগতিকরা।
ম্যাচ জেতানোরর পাশাপাশি সেঞ্চুরিও করেন কোহলি। ৯৭ বলে শেষ পর্যন্ত ১০৩ রানে অপরাজিত ছিলেন তিনি। লোকেশ রাহুল অপরাজিত থাকেন ৩৪ রানে। বিশ্বকাপের মঞ্চে তৃতীয় সেঞ্চুরি হাঁকালেন কোহলি। এই তালিকায় ভারতীয়দের মধ্যে শীর্ষে রোহিত। এই ওপেনারের বিশ্বকাপ সেঞ্চুরি ৭টি।
রেকর্ডগড়া সেঞ্চুরি হাঁকানোর ম্যাচে সেরার পুরষ্কার জিতেছেন কোহলি। ম্যাচ শেষে অবশ্য রবীন্দ্র জাদেজারই পুরস্কার প্রাপ্য বলে উল্লেখ করেন এই ব্যাটার। কারণ প্রথম ইনিংসে গুরুত্বপূর্ণ দুটি উইকেট ছাড়াও ক্যাচ নিয়েছেন দুটি, যার মধ্যে একটি ক্যাচ ছিল অসাধারণ দক্ষতায় লুফে নেওয়া। তাই তো ম্যাচসেরার পুরস্কার নেওয়ার সময় কোহলি বলেন, ‘সরি জাড্ডু (জাদেজা), তোমার ম্যাচসেরার পুরস্কার ছিনিয়ে নেওয়ার জন্য।’
নিজের ব্যাটিং নিয়ে কোহলি বলেন, ‘আমি চেয়েছিলাম বড় রান করতে। এই বিশ্বকাপে অর্ধশত পেয়েছি। কিন্তু আমি চেয়েছিলাম ম্যাচটা শেষ করে আসতে। সেই লক্ষ্য নিয়েই খেলছিলাম। শুভমানকে বলেছিলাম শুরুটা ভাল হয়েছে। এমন শুরু হলে মনে হয় স্বপ্ন দেখছি।’
Discussion about this post