স্পোর্টস ডেস্কঃ প্রাক মৌসুম প্রস্তুতির শেষ ম্যাচে গাম্বা ওসাকাকে গোল বন্যায় ভাসিয়েছে পিএসজি। সোমবার জাপানি এই ক্লাবের বিপক্ষে ফ্রেঞ্চ জায়ান্টদের জয় ৬-২ গোলের ব্যবধানে। নেইমার ম্যাচের দুই অর্ধে দু’টি গোল করলেন। তার মধ্যে একটি পেনাল্টি থেকে। লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে ও নুনো মেন্ডিস গোল করেন। ম্যাচের ৩৪ মিনিট পর্যন্ত খেলার ফল ছিল ২-১।
এরপরই পিএসজি ম্যাজিক দেখায়। ৩৭ মিনিটে দলের তৃতীয় গোলটি করেন মেন্ডিস। দুই মিনিট বাদে মেসির গোলের পর জাপানের গ্যালারি আনন্দে ফেটে পড়ে। সুইতা সিটি স্টেডিয়ামে ম্যাচের ২৮ মিনিটে ডান পায়ের শটে লিগ ওয়ান জায়ান্টদের লিড এনে দেন পাবলো সারাবিয়া। চার মিনিট পর স্পট কিক থেকে নেইমার ব্যবধান দ্বিগুণ করেন।
ম্যাচের ৩৪ মিনিটে প্রতিপক্ষের গোলমুখী প্রথম শটটি ফিরিয়ে দেন জিয়ানলুইজি ডোনারুম্মা। কিন্তু রক্ষণভাগের ফুটবলাররা বল ক্লিয়ার করার আগে এগিয়ে গিয়ে বল জালে জড়ান ওসাকার মিডফিল্ডার কেইসুকি কুরোকাওয়া। এর তিন মিনিট পরই ভিতোর ফেরেইরার পাস দলকে নিয়ে জোরালো শটে জাপানের ক্লাবটির জাল কাঁপান মেন্ডিস। তার দুই মিনিট পর গোলের দেখা পান মেসিও। ডি বক্সের বাঁ-প্রান্ত থেকে তাকে অ্যাসিস্ট করেন নেইমার।
মেসি-নেইমার জুটির রসায়নে ৬০তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন নেইমার। মেসির দেয়া বল থেকে ডান পায়ের শটে জাল কাঁপান এই ব্রাজিলিয়ান। খেলার ৭০ মিনিটে স্বাগতিকরা দ্বিতীয় গোলের মুখ দেখে। কো ইয়ানাগিসাওয়ার অ্যাসিস্টে বল পেয়ে ডান পায়ে নিশানাভেদ করেন ফরোয়ার্ড হিরোতো ইয়ামামি। ওসাকার কফিনে শেষ পেরেক ঠুকে দেন এমবাপে। ৮৬ মিনিটে স্পট কিক থেকে জালের দেখা পান তিনি।