স্পোর্টস ডেস্কঃ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাপানকে হারাল ব্রাজিল। জাপানকে তাদেরই মাটিতে ১-০ গোলে হারিয়েছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ৭৭তম মিনিটে পেনাল্টি থেকে ম্যাচের একমাত্র গোলটি করে সেলেসাওদের কষ্টার্জিত জয় নিশ্চিত করেন নেইমার জুনিয়র। ব্রাজিলিয়ান সুপারস্টার ব্যতীত আর কেউই স্কোরশিটে নাম তুলতে পারেননি।
এমন জয়েও সন্তুষ্ট ব্রাজিল কোচ তিতে। ম্যাচ শেষে বললেন, ভালো খেলেছে ব্রাজিল। তিনি বলেন, ‘আমরা আশা করেছিলাম এই ম্যাচ কঠিন হবে এবং সেটাই হয়েছে। কিন্তু কোরিয়া ম্যাচ থেকে এই ম্যাচে আমরা ভালো খেলেছি। আমরা কিছু ভুল করেছি যেটা তাদের (জাপানের) আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। বিশ্বকাপের আগে এমন দলের সঙ্গে খেলা কাজে দেবে।’
এই নিয়ে টানা পাঁচ জয়ের দেখা পেল ব্রাজিল। অন্যদিকে এই হারে সামুরাই ব্লুদের আট ম্যাচের অপরাজিত যাত্রা শেষ হল। কাতার বিশ্বকাপে জার্মানি ও স্পেনের সঙ্গে একই গ্রুপে লড়বে জাপান। আর ব্রাজিলের গ্রুপে রয়েছে সুইজারল্যান্ড, সার্বিয়া ও ক্যামেরুন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০