জাপানের বিপক্ষে যে একাদশ নিয়ে লড়ছে ব্রাজিল

0
10

স্পোর্টস ডেস্কঃ শুরু হয়েছে ব্রাজিল ও জাপানের মধ্যকার প্রীতি ম্যাচ। বিকেল ৪.২০টায় শুরু হয় এই ম্যাচ। জাপানের ঘরের মাঠ টোকিওতে অবস্থিত জাপান জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচটি। এই ম্যাচে বেশ শক্তিশালী একাদশই মাঠে নামিয়েছেন প্রধান কোচ তিতে।

শুরুর একাদশে জায়গা হয়নি রিচার্লিসনের। তার পরিবর্তে শুরুর একাদশে জায়গা করে নিয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। জায়গা হারিয়েছেন ফ্যাবিনিয়ো। একাদশে ফিরেছেন সদ্য চ্যাম্পিয়ন্স লিগ জেতা ক্যাসেমিরো। তবে নেই থিয়াগো সিলভা। গোলরক্ষক হিসেবে ফিরেছেন আলিসন বেকার। সেই জায়গায় বসতে হয়েছে ওয়েভারটনকে।

ম্যাচে ৪-২-২-২ ফরমেশনে খেলছে ব্রাজিল। অপরদিকে জাপান খেলছে ৪-৩-৩ ফরমেশনে। সূর্য উদয়ের দেশটির লক্ষ্য ঘরের মাঠে ব্রাজিলকে চমক উপহার দেওয়া। প্রাণপন চেষ্টা থাকবে অঘটনের জন্ম দেওয়ার।

ব্রাজিল একাদশ
আলিসন বেকার, দানি আলভেস, এডার মিলিতা, মার্কুইনহোস, আরানা, ফ্রেড, ক্যাসিমিরো, রাফিনহা, ভিনিসিয়াস জুনিয়র, লুকাস পাকুয়েতা ও নেইমার।

জাপান একাদশ
সুইচি গোন্ডা, ইতাকোরা, নাগাতমো, নাকায়ামা, ইয়োসিদা, এদো, হারাগুচি, তাকুমি, ইতো, তানাকা ও ফুরোহাসি।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here