নিজস্ব প্রতিবেদক: অনুর্ধ্ব-১৮ বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতায় হবিগঞ্জকে বিশাল ব্যধানে হারিয়ে প্রথম ম্যাচেই জয় তুলে নিলো মৌলভীবাজার অনুর্ধ্ব-১৮ ক্রিকেট দল। ব্যাট হাতে হবিগঞ্জের কিশোরদেরকে শাসন করে মৌলভীবাজারের জাফর করেছেন অর্ধশতক, বল হাতে ৫ উইকেট নিয়েছেন রাহী।
শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্টিত ম্যাচে হবিগঞ্জ অনুর্ধ্ব-১৮ ক্রিকেট দলকে ৮০ রানের বড় ব্যবধানে হারায় মৌলভীজার অনুর্ধ্ব-১৮ ক্রিকেট দল।
টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০৬ রান সংগ্রহ করে মৌলভীবাজারের কিশোররা। ব্যাট হাতে অর্ধশতক হাঁকান মৌলভীবাজারের জাফর। ইনিংস সর্বোচ্চ ৫৭ রান করে আউট হন জাফর। এই রান সংগ্রহ করেত ৪টি বাউন্ডারী হাঁকান তিনি। এছাড়া দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান করে রাহয়ন। তিনটা বাউন্ডারী, একটি ওভার বাউন্ডারী রয়েছে তার ইনিংসে। রুহেল করেন ১৯ রান।
হবিগঞ্জের হয়ে শুভ ৩টি, ফরহাদ ২টি উইকেট লাভ করেন।
২০৭ রানের বিশাল টার্গেটে খেলতে নেমে মৌলভীবাজারের রাহীর বোলিং তোপে মাত্র ১২৬ রানেই গুটিয়ে যায় হবিগঞ্জের ইনিংস। ৩৯.৫ ওভারে জয় থেকে ৮০ রান দূরে থাকতেই অলআউট হয় হবিগঞ্জ। দলের পক্ষে রাসেদ সর্বোচ্চ ৩৬ রান করেন। এই রান সংগ্রহ করতে তিনি ৪টি বাউন্ডারী হাঁকান। শুভ করেন দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান।
ম্যাচ সেরা রাহী ১০ ওভার বল করে ২৬ রান দিয়ে ৫টি উইকেট লাভ করেন। লিংকন নেন ৪টি উইকেট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০