স্পোর্টস ডেস্কঃ সাবেক রিয়াল মাদ্রিদ তারকা জাবি আলোনসো কোচিং ক্যারিয়ারে প্রথমবারই করেছেন বাজিমাত। গত অক্টোবরে বায়ার লেভারকুজেনের দায়িত্ব নেন তিনি, যা ছিল সিনিয়র পর্যায়ে তার প্রথম কোচিংয়ের অভিজ্ঞতা। সাবেক এই মিডফিল্ডারের অধীনে জার্মান বুন্ডেসলিগায় ষষ্ঠ হয় লেভারকুজেন।
এবার জাবির সাথে আরও দুই বছরের চুক্তি নবায়ন করল লেভারকুজেন। আগের চুক্তির মেয়াদ ছিল ২০২৪ পর্যন্ত। ক্লাবের ওয়েবসাইটে এক বিবৃতিতে কোচের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর খবর জানিয়েছে লেভারকুজেন। ২০২৩-২৪ মৌসুমে ইউরোপা লিগে খেলবে ক্লাবটি। এর আগে গত মৌসুমে ইউরোপা লিগে তারা খেলে সেমি-ফাইনালে।
খেলোয়াড়ী জীবনে আলোনসোর রিয়ালের জার্সিতে দীর্ঘ ৬ বছর খেলার অভিজ্ঞতা আছে। এই স্প্যানিয়ার্ড জিতেছেন চ্যাম্পিয়নস লিগ, লা লিগা, কোপা দেল রে, স্প্যানিশ সুপার কাপসহ ফিফা ক্লাব বিশ্বকাপের ট্রফি। খেলা ছাড়ার পর তিনি স্প্যানিশ ক্লাব রিয়াল সোসিয়েদাদের ‘বি’ দলের হয়ে তিন বছর কাটিয়ে গত বছর জার্মান ক্লাব লেভারকুজেনের প্রধান কোচের দায়িত্ব নেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০