নিজস্ব প্রতিবেদক:: সিলেট প্রথম বিভাগ ক্রিকেট লিগে টানা জয়ের মধ্যেই আছে জিমখানা ক্লাব। এখনো অপরাজিত থাকা দলটি এবার ৭৩ রানে হারিয়েছে এ্যাপোল-১১ ক্লাবকে। ব্যাট হাতে অর্ধশতক করে ম্যাচ সেরা হয়েছে জিমখানার ব্যাটার কামরুল।
বৃহস্পতিবার সিলেট জেলা স্টেডিয়ামে আগে ব্যাট করে জিমখানা ১৮৮ রান তুলে। জবাবে ব্যাট করতে নামা এ্যাপোল-১১ ক্লাব অলআউট হওয়ার আগে ১১৫ রান করতে সমর্থ হয়। জাবেদের নিয়ন্ত্রিত বোলিংয়ে অল্পতেই আটকে যায় এ্যাপোল-১১।
টসে জিতে ব্যাট করতে নামা জিমখানা ক্লাব ৪৯.৫ ওভারে অলআউট হওয়ার আগে কামরুলের ব্যাটে ১৮৮ রান তুলে। দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ৫০ রান করেন কামরুল। সাত চার আর ৭৪ বলের ইনিংসে অপরাজিত থাকেন এই হাফ সেঞ্চুরিয়ান। এছাড়াও সাদি করেন ২৯ রান। ২৬ রান আসে সফরের ব্যাট থেকে।
এ্যাপোল-১১ ক্লাবের হয়ে শাহান ৪টি, এমরান ও সুজন ২টি করে উইকেট লাভ করেন।
১৮৯ রানের টার্গেটে ব্যাট করতে নামা এ্যাপোল-১১ ক্লাব স্পিনার জাবেদের স্পিন ঘূর্ণিতে ৪৬.২ ওভারে ১১৫ রান তুলেই গুটিয়ে যায়। দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ২৬ রান করেন ইরফান। রাজু করেন ২১ রান। এছাড়া ১৬ রান আসে তুহিনের ব্যাট থেকে।
জিমখানার হয়ে জাবেদ ৯.২ ওভারে ২ মেডেনে ২৫ রানে ৫ উইকেট ও গালিব ৬ ওভারে ১ মেডেনে ১৫ রানে ২টি উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০