স্পোর্টস ডেস্কঃ বার্সেলোনার মাঝমাঠের অন্যতম কারিগর সার্জিও বুস্কেটস। ২০০৮ সালে তৎকালীন কোচ পেপ গার্দিওলা লা মাসিয়ান তরুণদের মধ্যে বেছে নিয়েছিলেন এই মিডফিল্ডারকে। এরপর কাতালানদের ডিফেন্সিভ মিডফিল্ডারের দায়িত্ব বেশ গুরুত্বের সাথে পালন করছেন স্প্যানিশ এই তারকা।
বুস্কেটসের সাথে বার্সার বর্তমান চুক্তির মেয়াদ আছে চলতি মৌসুম পর্যন্ত। এরপর তাঁর সাথে চুক্তির মেয়াদ ফুরাবে স্প্যানিশ জায়ান্টদের। তবে বার্সা কোচ জাভি হার্নান্দেজ মনে করেন বুস্কেটসের আরো থাকা উচিৎ দলের সাথে। ৩৪ বছর বয়সী এই মিডফিল্ডারের দলে থাকা প্রসঙ্গে জাভি বলেন, ‘দেখা যাক, কীভাবে সে মৌসুমটা শেষ করে। এটা আমি অনেকবারই বলেছি, আমার কাছে বুসকেতস খুবই গুরুত্বপূর্ণ এবং সেটা কেবল মাঠের ফুটবলের কারণে নয়, ড্রেসিং রুমের জন্যও।
জাভি আরো বলেন, ‘তাকে বহুবার বলেছি যে আমি চাই সে থেকে যাক, কিন্তু তার বিষয়টিও আমি বুঝতে পারছি। তাকে বলেছি, যদি সবকিছু ঠিকঠাক চলে, তাহলে এ বছর সে শিরোপা জিতে বিদায় নিতে পারে এবং এটা দারুণ একটা মুহূর্ত হবে। আমি তাকে ভালোভাবে বুঝি। কঠিন একটা বিষয়। কিন্তু আমি জোরাজুরি করব, যাতে সে বার্সেলোনায় থেকে যায়।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০