স্পোর্টস ডেস্কঃ রবার্তো লেভানডফস্কি এখন বার্সেলোনার। জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের সাথে দীর্ঘ ক্যারিয়ারের ইতি টেনে কাতালান ক্লাবটিতে নাম লেখালেন এই পোলিশ স্ট্রাইকার। তাকে ৩ বছরের চুক্তিতে কিনেছে বার্সেলোনা। এই দলবদলে স্পেনের ক্লাবটি খরচ করল ৪৫ মিলিয়ন ইউরো। এবং পরবর্তীতে দলবদল মূল্য বেড়ে ৫০ মিলিয়ন হয়ে যাওয়ার সুযোগ রয়েছে।
বায়ার্ন থেকে লেভানডফস্কিতে দলে নিতে কম দর কষাকষি হয় নি বার্সার। দীর্ঘ আলোচনার পর পোল্যান্ডের এই তারকার সাথে চুক্তি সম্পন্ন করেছে বার্সা বোর্ড। ইতোমধ্যে স্প্যানিশ ক্লাবটির সাথে যোগ দিয়েছেন তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রাক-মৌসুম অনুশীলন শুরু করেছে জাভি হার্নান্দেজের দল। সেখানে দলের সাথেই আছেন লেভানডফস্কি।
এক সাক্ষাৎকারে লেভানডফস্কি জানান, স্পেনের ইবিজা দ্বীপে ছুটি কাটানোর সময় বার্সেলোনা কোচ জাভির সঙ্গে হুট করেই দেখা হয় তার। সবকিছুর শুরু হয় সেখান থেকেই। লেভানডফস্কি বলেন, ‘কাকতালীয়ভাবেই দেখা হয়েছিল তার সঙ্গে। তবে খুব দ্রুতই ভাব জমে যায় আমাদের। তিনি বলেছিলেন, ‘তোমার জন্য অপেক্ষা করব।’
‘আরও বলেছিলেন যে, আমরা একসঙ্গে কাজ করতে পারি এবং একসঙ্গে অনেক কিছু অর্জন করতে পারি। বার্সেলোনাকে কীভাবে শীর্ষে ফেরাতে হবে, সেটির পরিষ্কার পরিকল্পনা তার আছে’- যোগ করেন লেভানডফস্কি।
লেভানডফস্কি বলেন, ‘আমি জাভির সঙ্গে কথা বলেছিলাম এবং তার ভাবনা ও খেলার ধরন সম্পর্কে শুরু থেকেই আমার ধারণা ছিল। বার্সেলোনায় যোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া আমার জন্য সহজ ছিল, কারণ আমি খেলতে চাই, জিততে চাই। আর আমার মতে, তার কোচিংয়ে সেটা খুব ভালোভাবে সম্ভব।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০