নিজস্ব প্রতিবেদক:: প্রিমিয়ার লিগেও দল পাননি। এবার বাংলাদেশ দল থেকেই বাদ পড়লেন জামাল ভুঁইয়া। মালদ্বীপের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন আংশিক দল ঘোষনা করেছে। জাতীয় দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা দল ঘোষণা করেছেন।
এএফসি চ্যালেঞ্জ কাপ খেলতে দেশের বাইরে রয়েছে বসুন্ধরা কিংস। কিংস শিবিরে থাকা জাতীয় দলের ফুটবলারদের রেখে দল ঘোষণা করা হয়েছে। আগামি ৩ নভেম্বর বসুন্ধরা কিংস দেশে ফিরবে। এরপর কিংসে থাকা ফুটবলারদের ডাকা হবে জাতীয় দলের ক্যাম্পে।
কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা আপাতত আংশিক দল ঘোষণা করেছেন। ১৬ জনের দলে তিনি রাখেননি সবশেষ অধিনায়ক জামাল ভুঁইয়াকে। মালদ্বীপের বিপক্ষে প্রীতি ম্যাচে তাই নতুন অধিনায়ক পেতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তবে ঠিক কি কারণে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা জামাল দলে নেই সেটি জানাননি কোচ।
জামাল ভুঁইয়া এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলেও দল পাননি। কোনো দলই তাকে দলে নিতে আগ্রহ দেখায়নি। তবে সম্প্রতি তিনি ব্রাদার্স ইউনিয়নের হয়ে অনুশীলন করছেন। তবে ক্লাবটিও তাকে রেজিষ্ট্রেশন করাতে পারেনি। রেজিষ্ট্রেশন নিয়ে জঠীলতা আছে বেশ।
আগামি ১ নভেম্বর থেকে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। ম্যানেজার আমের খানের কাছে ফুটবলারদের রিপোর্ট করতে বলা হয়েছে। তবে আমের খান শেষ পর্যন্ত ম্যানেজার থাকেন কিনা সেটি নিয়েই গুঞ্জন। বাফুফের সাবেক এই সদস্য এবারের নির্বাচনেও হেরে গেছেন। ফেডারেশনের সাবেক সভাপতি সালাউদ্দিনের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত আছে আমের খানের।
ফিফা উইন্ডোতে নভেম্বরে বসুন্ধরা কিংস অ্যারেনায় আন্তর্জাতিক প্রীতি ম্যাচ দু’টি আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আগামি ১৩ নভেম্বর প্রথম প্রীতি ম্যাচটি হবে। দ্বিতীয় ম্যাচটি অনুষ্টিত হবে ১৬ নভেম্বর।
১৬ জনের আংশিক দল:: গোলকিপার: মিতুল মারমা, সুজন হোসেন ডিফেন্ডার: মুরাদ হাসান, মেহেদী হাসান, শাকিল আহমেদ, রহমত মিয়া, শাকিল হোসাইন, ঈসা ফয়সাল, তাজউদ্দিন। মিডফিল্ডার: মোহাম্মদ হৃদয়, শাহ কাজেম কিরমানি, পাপন সিং, দিদারুল আলম। ফরোয়ার্ড: শাহরিয়ার ইমন, আরমান ফয়সাল, মিরাজুল ইসলাম।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০