স্পোর্টস ডেস্কঃ এশিয়া কাপে টিকে থাকার ম্যাচে আজ (রোববার) মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। পাহাড়সম চাপ নিয়ে আফগানিস্তানের বিপক্ষে খেলতে হবে সাকিব আল হাসানের দলের। এমন অবস্থায় থাকা টাইগাররা আফগান ম্যাচের আগে শুভকামনা পেলেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার।
লাহোরে এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। অন্যদিকে বসুন্ধরার কিংস অ্যারেনায় বিকেল ৫টায় বাংলাদেশ জাতীয় ফুটবল দল লড়বে আফগান জাতীয় দলের বিপক্ষে। ফিফা প্রীতি ম্যাচের আগে সংবাদ সম্মেলনে উঠে আসে ক্রিকেট প্রসঙ্গ। লাল সবুজের অধিনায়ক জামাল শুভকামনা জানিয়ে রাখেন সাকিবদের জন্য।
জামাল বলেন, ‘কালকের (আজ) দিনটা বাংলাদেশের মানুষ মনে রাখবে। একই দিনে ক্রিকেট, ফুটবল দল একই দেশের বিপক্ষে খেলবে। তবে দিন শেষে জয়টাই বড়। আমি চাইব, বাংলাদেশ ক্রিকেট দল জিতুক। ওদের জন্য শুভকামনা। আশা করি, বাংলাদেশ জিতবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০