স্পোর্টস ডেস্কঃ ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগেই দুঃসংবাদ পেল স্বাগতিক অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে লেগস্পিনার অ্যাডাম জাম্পা এবং উইকেটরক্ষক ব্যাটার জশ ইংলিস দুই ওয়ানডে থেকেই ছিটকে গেছেন।
জাম্পা পিতৃত্বকালীন ছুটির কারণে প্রথম ওয়ানডে খেলবেন না। তার স্ত্রী হ্যারিয়েট দ্বিতীয় সন্তানের জন্মের অপেক্ষায় আছেন, আর নির্ধারিত সময় ঘনিয়ে আসায় জাম্পা উত্তর নিউ সাউথ ওয়েলসে নিজের পরিবারের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। ম্যাথু কুনেমান অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ডাক পেয়েছেন তিন বছর পর। ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার ওয়ানডে সিরিজ শুরু আগামী রোববার। পরের দুই ম্যাচ ২৩ ও ২৫ অক্টোবর।
অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড : মিচেল মার্শ (অধিনায়ক), হ্যাভিয়ের বার্টলেট, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), কপার কনলি, বেন ডারউইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিশ (উইকেটরক্ষক), জশ ফিলিপ (উইকেটরক্ষক), মিচেল ওয়েন, ম্যাট রেনশ, ম্যাথু শর্ট, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও ম্যাথু কুনেমান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/000