স্পোর্টস ডেস্কঃ ক্লাব ও জাতীয় দল মিলিয়ে সবচেয়ে বেশি গোল করা আর্লিং হালান্ডের হাতে উঠেছে জার্ড মুলার ট্রফি। নরওয়ের এই স্ট্রাইকার গত মৌসুমে লিগে ৩৫ ম্যাচে তিনি করেন ৩৬ গোল, অ্যাসিস্ট ৮টি। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে হালান্ডের গোল ছিল ৫২টি; অ্যাসিস্ট ৯টি।
ক্লাব ও জাতীয় দল মিলিয়ে মোট ৫৬ গোল করা হালান্ড সিটির হয়ে গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ ও প্রিমিয়ার লিগ জিতেন। তাঁর চেয়ে এক গোল কম হওয়ায় এ দফায় ব্যালন ডি’অরের মঞ্চে পুরস্কারটি জিততে পারেননি পিএসজির ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে।
জার্মানির কিংবদন্তি জার্ড মুলারের নামে এই পুরস্কার ২০২১ সালে থেকে প্রবর্তন করা হয়। ২০২১-২২ মৌসুমে প্রথম এই ব্যক্তিগত নৈপুণ্যের স্বীকৃতি পেয়েছিলেন পোল্যান্ডের ফরোয়ার্ড রবার্ত লেভানডফস্কি। এদিকে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করায় সক্রেটিস অ্যাওয়ার্ড জিতেছেন রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল তারকা ভিনিসিউস জুনিয়র। গত বছর পুরস্কারটি উঠেছিল সাদিও মানের হাতে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০