স্পোর্টস ডেস্কঃ রেকর্ড জয়ে কাতার বিশ্বকাপ শুরু করেছে সাবেক চ্যাম্পিয়ন স্পেন। গ্রুপ-ই’তে বুধবার নিজেদের প্রথম ম্যাচে তারা ৭-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে কোস্টা রিকাকে। স্পেনের পক্ষে জোড়া গোল করেছেন ফেরান তরেস। এ ছাড়া দানি ওলমো-মার্কো আসেনসিও-গাভি-কার্লোস সোলার ও আলভারো মোরাতা ১টি করে গোল করেন।
আগামী রোববার জার্মানির বিপক্ষে লড়াইয়ে নামবে স্পেন। নিজেদের প্রথম ম্যাচে জাপানের কাছে ২-১ গোলে হেরেছে জার্মানরা। আর তাদেরকে আরেকটি হার উপহার দিতে চান স্পেন কোচ লুইস এনরিকে। সাবেক এই বার্সেলোনা চো বললেন, হান্স ফ্লিকের দলের বিপক্ষে মানসিকতা, খেলার ধরন ও লক্ষ্যে কোনো পরিবর্তন আনবেন না তারা।
এনরিকে বলেন, ‘অবশ্যই, মাথা দিয়ে কাজ করতে হবে। খেলোয়াড়দের সঙ্গে কাজ করা আমার জন্য অত্যাবশ্যক ছিল যাতে তারা খুব রোমাঞ্চিত হয়ে মাঠে না যায়। এখন আমাদের অন্য কিছু নিয়ে কাজ করতে হবে। তবে আমি বলতে পারি, এই দল শান্ত থাকার নয়। জার্মানি আমাদের হারাতে পারে, কারণ তাদের শক্তি রয়েছে। তবে আমরা একই খেলা খেলব।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০