স্পোর্টস ডেস্কঃ ইউরো ২০২৪-এর দল ঘোষণা করেছে জার্মানি। দলে জায়গা হয়নি ম্যাটস হুমেলস, সার্জ নাব্রি, লিওন গোরেৎসকা, টিমো ভেরনার ও নিকলাস সুলেরাওয়ের। আজ জার্মানি জাতীয় দলের কোচ ইউলিয়ান নাগলসমান ২৭ সদস্যের দল ঘোষণা করেন।
আগামী ১৪ জুন জার্মানিতে শুরু হবে এবারের ইউরো। এর জন্য বৃহস্পতিবার ২৭ সদস্যের প্রাথমিক দল দিয়েছেন নাগেলসমান। প্রত্যাশিতভাবেই এই দলে আছেন অবসর ভেঙে ফেরা তারকা মিডফিল্ডার টনি ক্রুস। দলে নিয়মিত ও তারকা দুই গোলরক্ষক মানুয়েল নয়ার, মার্ক-আন্ড্রে টের স্টেগেন এবং অলিভার বাউমানের সঙ্গে ডাক পেয়েছেন স্টুটগার্টের আলেকসান্দার নুবেল। এছাড়া গত সাত মাসে যাদেরকে খেলিয়েছেন নাগেলসমান, তাদের বেশিরভাগই আছেন দলে।
জার্মানির ইউরো দল-
গোলরক্ষক: ম্যানুয়েল ন্যুয়ার, টার স্টেগান, অ্যালেক্সান্ডার নুবেল, অলিভার বাউম্যান;
ডিফেন্ডার: নিকো স্ক্লটারব্যাক, জোনাথান টাহ, রবিন কচ, ম্যাক্সিমিলান মিটেলস্ট্যাড, জশুয়া কিমিখ, অ্যান্টনি রুডিগার, ডেভিড রাম, ভালদেনার আন্টন, বেঞ্জামিন হেনরিখস;
মিডফিল্ডার: আলেকসান্ডার প্যাভলোভিচ, রবার্ট আন্ডরিচ, প্যাসকাল গ্রব, ইলকায় গুন্দোয়ান, ফ্লোরিয়ান রিটজ, জামাল মুসিয়ালা, টনি ক্রুস;
ফরোয়ার্ড: নিকলাস ফুলক্রুগ, কাই হাভার্টজ, লেরয় সানে, দেনিজ উন্দাভ, টমাস মুলার, ম্যাক্সিমিলান বেইয়ের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post