স্পোর্টস ডেস্কঃ স্টেফান ওর্টেগাকে দলে টেনেছে ম্যানচেস্টার সিটি। ২৯ বছর বয়সী এই জার্মান গোলরক্ষকের সঙ্গে তিন বছরের চুক্তি করেছে ইংলিশ ক্লাবটি। জার্মানির ক্লাব আর্মিনিয়া বিলেফেল্ড থেকে এই ফুটবলারকে দলে নেওয়ার খবর শুক্রবার নিশ্চিত করেছে সিটিজেনরা।
প্রিমিয়ার লিগজয়ী সিটির মূল গোলরক্ষক হিসেবে আছেন এডারসন। এই ব্রাজিলিয়ানের ব্যাকআপ গোলরক্ষক হিসেবে থাকবেন ওর্টেগা। এডারসন দারুণ পারফর্ম করেছেন গত মৌসুমে। তবে তার অনুপস্থিতিতে ওর্টেগা সামলাবেন সিটির রক্ষণের শেষ স্তম্ভ।
সিটিতে যোগ দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ওর্টেগা। শুক্রবার এক ভিডিও বার্তায় এই জার্মান বলেন, ‘আমার ক্যারিয়ারের জন্য এটা দারুণ এক পদক্ষেপ সিটিতে যোগ দেওয়া। সিটি দুর্দান্ত একটি দল- স্কোয়াডে যাদের প্রতিটি জায়গায় বিশ্বমানের খেলোয়াড় আছে। আমি খেলার জন্য মুখিয়ে আছি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০