স্পোর্টস ডেস্কঃ হাঙ্গেরির বিপক্ষে উয়েফা নেশন্স লিগ শুরু করা ইংল্যান্ড এবারো হারতে বসেছিল। তবে জার্মানি বিপক্ষে হ্যারি কেইনে মান রক্ষা হয় থ্রি-লায়ন্সদের। বুধবার রাতে জার্মানদের বিপক্ষে কেইনের শেষ মূহুর্তের গোলে ১-১ ড্র করল গ্যারেথ সাউথগেটের দল।
বায়ার্ন মিউনিখের মাঠে আলিয়াঞ্জ অ্যারেনায় অনুষ্ঠিত এই ম্যাচে বিশৃঙ্খল কাণ্ড ঘটিয়ে দুই ইংলিশ সমর্থক গ্রেফতার হয়েছেন। ম্যাচ শেষে ইংলিশ সমর্থকরা ‘নাৎসি স্যালুট’ দেয়ায় এ দুজনকে গ্রেফতার করেছেন পুলিশ। জার্মানিতে ‘নাৎসি স্যালুট’ নিষিদ্ধ।
ম্যাচের আগে পরিচয় গোপন করে জার্মান সমর্থকদের গ্যালারির টিকিট কিনেছেন ইংরেজ সমর্থকরা, গোলমাল লাগাটা তাই অস্বাভাবিক কিছু ছিল না। ইংলিশ সমর্থকদের জন্য টিকিট বরাদ্দ ছিল ৩ হাজার ৪৬৬। কিন্তু পরিচয় গোপন করে আরও দুই হাজার টিকিট কিনেছিল ইংলিশ সমর্থকরা। এমনটাই জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম।