স্পোর্টস ডেস্কঃ চলতি মাসে ফিফা প্রীতি ম্যাচে ফ্রান্স ও নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে জার্মানি। আসন্ন এই ম্যাচগুলোকে সামনে রেখে চমক দিয়েছেন জার্মানির কোচ হুলিয়ান নাগেলসম্যান। ৬ ফুটবলারকে প্রথম বারের মতো জাতীয় দলে ডেকেছেন তিনি। অবসর ভেঙে দলে ফিরেছেন রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার টনি ক্রুসও।
আগামী ২৩ মার্চ লিওনে ফ্রান্সের সাথে খেলবে জার্মানি। এর তিন দিন পর ফ্রাঙ্কফুর্টে নেদারল্যান্ডসের সাথে এবারের ফিফা উইন্ডোতে তাদের দ্বিতীয় ম্যাচ। জার্মানরা আগামী ১৪ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের আয়োজক। এদিকে ফ্রান্স ও নেদারল্যান্ডসের বিপক্ষে জার্মান দলে প্রথম বারের মতো ডাক পেয়েছেন বায়ার্ন মিউনিখের ডিফেন্সিভ মিডফিল্ডার আলেক্সান্ডার পাভলোভিচ, স্টুটগার্ট সেনসেশন ওয়ালদেমার অ্যান্টন, ম্যাক্সিমিলিয়ান মিটেলস্টেড, ডেনিজ উনডাভ, ম্যাক্সিমিলিয়ান বেয়ার ও নিকলাস বেস্তে।
অন্যদিকে নাগেলসম্যানের দল থেকে বাদ পড়েছেন লিওন গোরেৎজকা, সার্জ গনাব্রি ও ম্যাট হামেলস। এছাড়া অবসর ভাঙার ঘোষণা দিয়েছিলেন ক্রুস। ঘোষণা সত্যি করে ইউরোর আগে জাতীয় দলে ফেরতও আসলেন তিনি। তার পাশাপাশি দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। ২০২২ সালে পা ভেঙে যাওয়ায় এতদিন মাঠের বাইরে ছিলেন তিনি।
জার্মানি দল-
গোলরক্ষক: অলিভার বাউম্যান (হফেনহেইম), বার্ন্ড লেনো (ফুলহ্যাম), ম্যানুয়েল নয়ার (বায়ার্ন মিউনিখ), মার্ক-আন্দ্রে টের স্টেগেন (বার্সেলোনা)
ডিফেন্ডার: ওয়াল্ডেমার অ্যান্টন (স্টুটগার্ট), জান-নিকলাস বেস্টে (হেইডেনহেইম), বেঞ্জামিন হেনরিচস (লাইপজিগ), জোশুয়া কিমিচ (বায়ার্ন মিউনিখ), রবিন কোচ (ইনট্রাখ্ট ফ্রাঙ্কফুর্ট), ম্যাক্সিমিলিয়ান মিটেলস্টাড (স্টুটগার্ট), ডেভিড রৌম (লেইপজিগ), ডেভিড রাউম (রিয়াল মাদ্রিদ), জোনাথন তাহ (বেয়ার লেভারকুসেন)
মিডফিল্ডার: রবার্ট আন্দ্রিচ (বেয়ার লেভারকুসেন), ক্রিস ফুহরিচ (স্টুটগার্ট), প্যাসকেল গ্রস (ব্রাইটন), ইল্কে গুন্দোগান (বার্সেলোনা), টনি ক্রুস (রিয়াল মাদ্রিদ), জামাল মুসিয়ালা (বায়ার্ন মিউনিখ), আলেকসান্ডার পাভলোভিচ (বায়ার্ন মিউনিখ), ফ্লোরিয়ান উইর্টজ (বায়ের লেভারকুসেন)
ফরোয়ার্ড: ম্যাক্সিমিলিয়ান বেয়ার (হফেনহেইম), নিকলাস ফুলক্রুগ (বরুশিয়া ডর্টমুন্ড), কাই হাভার্টজ (আর্সেনাল), টমাস মুলার (বায়ার্ন মিউনিখ), ডেনিজ উন্দাভ (স্টুটগার্ট)।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post