স্পোর্টস ডেস্কঃ চলতি বছর অক্টোবরের ১৬ তারিখ থেকে পর্দা ওঠতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। অস্ট্রেলিয়ায় হতে যাওয়া সেই বিশ্বকাপের ক্ষণগণনা শুরু হয়েছে গেল ৮ জুলাই, শুক্রবার থেকে। সেদিন থেকে ১০০ দিনের ক্ষণগণনা শুরু করা হয়। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের হ্যালোড টার্ফে সেই ক্ষণগণনা শুরু হয়।
ক্ষণগণনা অনুষ্ঠানে উপস্থিত ছিলে অস্ট্রেলিয়ার সাদা বলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ, জর্জিয়া ওয়ারেহাম, তাইলা ভ্লামেনিক, সাবেক ক্রিকেটার শেন ওয়াটসন, ওয়াকার ইউনিস, মরনে মরকেলসহ অনেকেই। ক্ষণগণনার সাথে সাথে শুরু হয় টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফির বিশ্বভ্রমণও।
এবার বিশ্বের ১৩টি দেশে ভ্রমণ করবে ট্রফি। তবে শহরের হিসেবে ৩৫টি। এর মধ্যে স্বাগতিক দেশ অস্ট্রেলিয়ার বেশি শহর। অধিকাংশ দেশেই প্রথমবারের মতো ট্রফি যাবে। আর সেই দেশগুলো হলো ফিজি, ফিনল্যান্ড, জার্মানি, ঘানা, ইন্দোনেশিয়া, জাপান, নামিবিয়া, নেপাল, সিঙ্গাপুর ও ভানুয়াতু।
এর বাইরে আয়োজক অস্ট্রেলিয়াসহ স্কটল্যান্ড ও পাপুয়া নিউ গিনিতে ভ্রমণ করবে এই ট্রফি। ৮ জুলাই, শুক্রবার থেকে শুরু হয়ে এই ট্রফি ভ্রমণ চলবে আগামী ১৩ অক্টোবর পর্যন্ত। অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে শুরু হয়ে একই দেশের জিলং শহরে গিয়ে শেষ হবে সেই ভ্রমণ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা