স্পোর্টস ডেস্কঃ জার্মান বুন্দেসলিগার মৌসুম সেরা ফুটবলারের পুরষ্কার জিতলেন জুদ বেলিংহ্যাম। প্রথমবারের মতো এই খেতাব জিতলেন ১৯ বছর বয়সী মিডফিল্ডার। বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে দুর্দান্ত মৌসুম কাটিয়েছেন এই তরুণ। লিগে ৩১ ম্যাচ খেলে ৮টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে পাঁচটি করান বেলিংহ্যাম।
জার্মান লিগের শিরোপা জেতার দৌড়ে ভালোভাবেই টিকে ছিল ডর্টমুন্ড। কিন্তু লিগের শেষ রাউন্ডে এসে মেইনজের বিপক্ষে ড্র করায় লিগ চ্যাম্পিয়ন হয় বায়ার্ন মিউনিখ। দুর্দান্ত এক মৌসুম কাটিয়ে সেরার পুরষ্কার জেতা বেলিংহ্যামকে নিয়ে বুন্দেসলিগা ওয়েবসাইটে লেখা হয়, ‘মহা গুরুত্বপূর্ণ শেষ ম্যাচে বেলিংহ্যামের অনুপস্থিতি অনুভব করেছে তার দল।’
মূলত হাঁটুর চোটে ডাগআউটে বসে দলের স্বপ্নভঙ্গের বেদনায় পুড়েছেন বেলিংহ্যাম। তাই তো ম্যাচ শেষেও বাধভাঙা কান্না লুকিয়ে রাখতে পারেননি তিনি। ২০২০ সালে বার্মিংহাম সিটি থেকে ২ কোটি ৫০ লাখ ইউরোতে ডর্টমুন্ডে যোগ দেন বেলিংহ্যাম। অল্প সময়েই হয়ে ওঠেন দলের গুরুত্বপূর্ণ সদস্য। ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ১৩০টির বেশি ম্যাচ খেলেছেন এই ইংলিশ তারকা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post