স্পোর্টস ডেস্কঃ সাম্প্রতিক সময়ে ক্রিকেটে দৌরাত্ম্য বেড়েছে বেটিং কোম্পানিগুলোর। বিভিন্নভাবে বিজ্ঞাপনে অংশ নিচ্ছে বেটিং কোম্পানিগুলো। এমনকি ক্রিকেটাররাও জড়িয়ে পড়ছেন প্রতিষ্ঠানগুলোর সাথে, চালিয়ে যাচ্ছেন প্রচারণা। তবে ইন্ট্যারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পক্ষ থেকে সরাসরি বেটিং প্রতিষ্ঠানের সাথে যুক্ত হওয়া নিষিদ্ধ ছিল।
সবশেষ নভেম্বরে আইসিসির বৈঠকে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়। তবে আইসিসি সেটি প্রত্যাখান করে। যদিও পরবর্তীতে মার্চের বৈঠকে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। দ্বিপাক্ষীক টেস্ট ও ওয়ানডে সিরিজে বেটিং কোম্পানির লোগো জার্সিতে ব্যবহারের অনুমতি দিয়েছে আইসিসি।
তবে নিজের বৈশ্বিক আসরগুলোতে নিষেধাজ্ঞা ঠিকই রেখে দিয়েছে আইসিসি। ইংরেজী গণমাধ্যম দ্য টাইমস এমন সংবাদ প্রকাশ করেছে। বিধি-নিষেধ তুলে নেওয়ায় চলতি এপ্রিল থেকেই কার্যকর হচ্ছে এটি। তবে এখন পর্যন্ত সেভাবে কেউ সরাসরি যুক্ত হয়নি। সামনে হয়তো দেখা যেতে পারে।
আইসিসি এই বিষয়ে অনুমোদন দিলেও, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) অনুমোদন দিচ্ছে না। নিজেদের আওতাধীন কিছুতে তারা বেটিং কোম্পানির লোগো ব্যবহার করবে না। এরকম প্রতিষ্ঠানের সাথে চুক্তিতেও যাবে না। এমনকি সাম্প্রতিক সময়ে টেস্ট দলের কোচ ব্রেন্ডন ম্যাককালামের বেটিং প্রতিষ্ঠানের সাথে সম্পর্কের বিষয়টি সামনে এসেছে, সেটি নিয়েও তদন্ত করবে তারা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post