জিততে না পেরে মাঠের দোষ দিলেন পিএসজি কোচ

0
68

স্পোর্টস ডেস্কঃ লিগ ওয়ানে পিএসজি টেবিলের তলানির দিকে থাকা ক্লেমন্টের কাছে পয়েন্ট হারিয়েছে। শনিবার রাতের ম্যাচে গোলশূন্য ড্র করেছে কোচ লুইস এনরিকের দল। স্প্যানিশ কোচের অধীনে এই প্রথম কোনো হতাশাজনক পারফরমেন্স দেখালো প্যারিসের জায়ান্টরা।

ম্যাচ শেষে পিএসজি কোচ মাঠের দোষ দিয়েছেন। এনরিকে ক্লেমন্টের নতুন মাঠ প্রসঙ্গে বলেছেন, ‘আমরা সুযোগ তৈরী করার চেষ্টা করেছি, একইসাথে ম্যাচ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিলাম। কিন্তু বল এত বেশী বাউন্স করছি সঠিক ভাবে তা কিক করাটাই অসম্ভব হয়ে পড়েছিল। বিশেষ করে স্ট্রাইকারদের জন্য বেশ কঠিন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। আমি জানতাম এই মাঠটা নতুন, মাত্র তিনদিন আগে তারা ঘাস পরিবর্তণ করেছে। কিন্তু এই ধরনের কন্ডিশনে আমাদের খেলাটাই দূর্ভাগ্যজনক বলে আমি মনে করি।’

প্রথম ৭ লিগ ম্যাচে পিএসজি মাত্র তিনটিতে জিতেছে। মোনাকোর থেকে দুই পয়েন্ট পিচিয়ে তারা টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে খেলবে পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগের এই ম্যাচের আগে চোট কাটিয়ে মাঠে ফিরেছেন দলটির বড় তারকা কিলিয়ান এমবাপে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here