স্পোর্টস ডেস্ক:: ক্রিস্টিয়ানো রোনালদো ম্যাচে প্রভাব ফেলতে পারলেন না। তাই জিততে পারলো না তার দল আল নাসরও। সৌদীর প্রো লিগে রোনালদোর দল পয়েন্ট হারিয়ে মাঠ ছেড়েছে। টেবিল তলানির দল আল খালিজ রুখে দিয়েছে শিরোপা দৌড়ে থাকা দলটিকে।
সোমবার রাতের ম্যাচে আল খালিজ ১-১ গোলে ‘ড্র’ করেছে আল নাসরের সাথে। পিছিয়ে পড়া রোনালদোরা ম্যাচে ফিরলেও জয়হীন থাকতে হয়েছে। সমতায় শেষ হয়েছে ম্যাচ। পয়েন্ট খুঁইয়ে তাই মাঠ ছেড়েছে বিগ বাজেটের দলটি।
আল নাসর প্রো লিগের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে। তাদেরকে রুখে দেওয়া আল খালিজ স্থান টেবিলের ১৪ নম্বরে। দুর্বল দলটির বিপক্ষে জিততে পারেনি বিগ বাজেটের দলটি। হার এড়িয়েছে কোনো মতে।
ম্যাচের শুরুতেই লিড নেয় আল খালিজ। ৪র্থ মিনিটে ফ্যাবিও মার্টিন্সের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় দলটি। শুরুতে পাওয়া এই লিড অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ম্যাচের ১৭তম মিনিটেই সমতায় ফেরে আল নাসর। আলভারো গঞ্জালেজ স্কোর লাইন করেন ১-১। সমতায় ম্যাচ রেখেই বিরতিতে যায় দুইল।
বিরতির পর রোনালদোরা এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। একাধিক সুযোগ পেয়েও মিস করেন। খালিজ সমতা রেখেই ম্যাচ শেষ করতে চেয়েছিলো। নিজেদের রক্ষণ সামলে রেখে শেষ পর্যন্ত মাঠ ছেড়েছে তারা। ১-১ গোলেই নিষ্পত্তি হয়েছে ম্যাচের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post