স্পোর্টস ডেস্ক:: টমাস টুখেলের অধীনে সময়টা ভালো যাচ্ছে না বায়ার্ন মিউনিখের। জার্মান বুন্দেস লিগার শিরোপাও জিততে পারেনি দলটি। ১১ বছরের আধিপত্য থামিয়ে এবারের শিরোপা জিতেছে বায়ার লেভারকুসেন।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও ভালো নেই বায়ার্ন। এমন ব্যর্থতার পর দলটির কোচ টমাস টুখেল পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। মৌসুম শেষেই দায়িত্ব ছেড়ে দেবেন তিনি। এরপরই কোচহীন হয়ে পড়বে জার্মান দলটি।
টমাসের সিদ্ধান্ত জানার পর থেকে কোচ নিয়োগ নিয়ে ভাবছে দলটি। বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার লেভারকুসেনের জাবি আলোনসোকে প্রস্তাব দিয়ে ছিলো দলটি। তবে তিনি তা প্রত্যাখান করেছেন।
এবার জার্মান গণমাধ্যম জানাচ্ছে, বায়ার্ন প্রস্তাব পাঠিয়েছে জিনেদিন জিদানকে। ইতিমধ্যে জিদানের এজেন্টের সঙ্গেও যোগাযোগ করেছে দলটি। ২০২১ সাল থেকে কোচিংয়ে নেই জিদান। পিএসজির মতো বড় ক্লাব প্রস্তাব দিলেও কোচিং থেকে নিজেকে সরিয়ে রাখেন তিনি। এবার কি তবে বায়ার্নার প্রস্তাবে সাড়া দেবেন জিদান?
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post