জিদানের সাথে কোনো আলোচনায়ই হয়নিঃ পিএসজি সভাপতি

0
16

স্পোর্টস ডেস্কঃ নতুন মৌসুম শুরুর আগে হুট করেই জোর গুঞ্জন ফুটবল পাড়ায় প্যারিস সেইন্ট জার্মেইনের নতুন প্রধান কোচ হতে যাচ্ছেন জিনেদিন জিদান। এই কিংবদন্তী নিতে যাচ্ছেন বর্তমান কোচ মাউরিসিও পচেত্তিনোর জায়গা।

পচেত্তিনোর চাকরি ছাঁটাইয়ের গুঞ্জন নতুন নয়। সবশেষ মৌসুমে তারকাবহুল পিএসজিকে কেবল এক লিগ শিরোপা জিতিয়ে মন ভরাতে পারেননি আর্জেন্টাইন কোচ। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকেই পিএসজির ছিটকে যাওয়ার মতো বড় ধাক্কা আছে। এছাড়া লিগে কিছু হার বেশ পুড়িয়েছে সমর্থকদের। আর তাই চাকরি হারানোর গুঞ্জন ওঠেছে পচেত্তিনোকে নিয়ে।

কিন্তু পচেত্তিনোর জায়গায় আসছেন কে? সেই নিয়ে বেশ গুঞ্জন ছিল। জিনেদিন জিদানের নাম আসে সবার আগে। তবে সঠিক কিছু জানা যাচ্ছিল না। এর মাঝেই ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ এক বক্তব্যের সূত্র ধরে ফের আলোচনা শুরু হয়। এর আগে কিলিয়ান এমবাপেকে পিএসজিতে রাখার পেছনে অন্যতম কারিগর ছিলেন ম্যাক্রোঁ, বলে গুঞ্জন আছে। এবার কোচিংয়েও জিদানের বিষয়টি নাকি দেখছেন তিনি।

আর তাও জোর গুঞ্জন ওঠে শেষ পর্যন্ত নাকি জিদান রাজিও হয়েছেন। রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচ এবার পিএসজির দায়িত্ব নিতে যাচ্ছেন। পিএসজিকে বেছে নিয়ে জিদান নাকি কাতারেও উড়াল দিয়েছিলেন। তবে সবকিছুই উড়ে যায় জিদানের এক বক্তব্যে। ফরাসি কিংবদন্তী ও তাঁর এজেন্ট জানায়, পিএসজি থেকে কোনো প্রস্তাবই নাকি আসেনি।

এবার সেই বিষয়টিতে পেরেক ঠুকে দিলেন পিএসজি সভাপতি নাসের আল খেলাইফিও। জানিয়েছেন, জিদানকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রস্তাবই দেওয়া হয়নি কোচিংয়ের জন্য। নতুন মৌসুমে লিওনেল মেসি, নেইমার জুনিয়র, কিলিয়ান এমবাপেদের কোচ হিসেবে দেখা যাবে জিদানকে, সেই আশা তাই গুঁড়েবালি।

সম্প্রতি ফরাসি দৈনিককে এক সাক্ষাৎকারে খেলাইফি বলেন, ‘অনেক ক্লাবই তাঁকে (জিনেদিন জিদান) দলে পেতে চায়। বেশ কয়েকটি দলও আছে। তবে তাঁর সাথে কখনোই আমাদের কোনো প্রকার আলোচনা হয়নি।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here