নিজস্ব প্রতিবেদকঃ বিপিএল প্লে-অফ নিশ্চিত হয়ে যাওয়া দুই টেবিল টপার রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স মুখোমুখি লড়াইয়ে নেমেছিল। দুই শক্তিশালী দলের লড়াইয়ে আগে ব্যাট করে ইনিংসের এক বল বল বাকি থাকতে ১৫০ রানে অলআউট হয় রংপুর রাইডার্স। তবে জিমি নিশামের ঝড়ো ফিফটিতে চ্যালেঞ্জিং পুঁজি পেয়েছে দলটি। চরম বিপর্যয় থেকে টেনে তুলে দলকে লড়াইয়ে রাখেন তিনি।
জিততে হলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে করতে হবে এখন ১৫১ রান।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ইনিংসের শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে রংপুর রাইডার্স। দলের একশ পেরোনোর আগেই ৭ উইকেট হারিয়ে বসে দলটি। শেষ দিকে এক প্রান্ত আগলে রেখে মান বাঁচান জিমি নিশাম। একশ পার তো করেছেনই, রংপুরের রান নিয়ে গেছেন দেড়শ’তে।
দলের পক্ষে ৪২ বলে ৯ বাউন্ডারি ও ২ ছক্কায় ৬৯ রানের দারুণ এক ইনিংস খেলে অপরাজিত থাকেন নিশাম। ৩ বাউন্ডারিতে ১৯ বলে ২৪ রানের ইনিংস খেলেন এদিন সাকিব আল হাসান। এর বাইরে বলার মতো রান করতে পারেননি আর কেউই।
কুমিল্লার হয়ে ৪ ওভারে ১৮ রান খরচায় ৩ উইকেট পেয়েছেন মুসফিক হাসান। ৩টি উইকেট নিয়েছেন আন্দ্রে রাসেল ও ম্যাথু ফোর্ড ২টি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post