স্পোর্টস ডেস্কঃ প্রথমবারের মতো কোনো টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে খেলার উপলক্ষটা স্মরণীয় করে রাখল উগান্ডা। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বে আজ জিম্বাবুয়েকে হারিয়ে চমক দেখাল তারা। রোববার নামিবিয়ার উইন্ডহোকে জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়েছে আফ্রিকার দেশটি। এটি তাদের ক্রিকেট ইতিহাসে এবারই প্রথম কোনো টেস্ট খেলুড়ে দেশের মুখোমুখি লড়াই। আর এই ম্যাচেই জয় তুলে নিয়েছে উগান্ডা।
টস হেরে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। শূন্য রানে উইকেট হারানোর পর ৪৭ রানে হারায় তৃতীয় উইকেট। সেখান থেকে ৭ উইকেটে ১৩৮ রান তোলে দলটি। জিম্বাবুয়ের হয়ে ওপেনার ইনোসেন্ট কায়া ২৩ বলে ২৩ রান করেন। তিনে নামা শন উইলিয়াম ২১ রান করেন। অধিনায়ক সিকান্দার রাজা খেলেন ৩৯ বলে ৪৮ রান। জবাব দিতে নেমে ১২ রানে ২ উইকেট হারায় উগান্ডা।
তিনে নামা রজার মুকাসা ৩৩ বলে ২৩ রান করেন। চারে নামা আলপেস রমজানি ২৬ বলে চারটি চার ও দুটি ছক্কায় ৪০ রান করেন। পাঁচে নামা রিয়াজাত আলী শাহ ২৮ বলে ৪২ রান করে দলকে জয়ের পথে তুলে নেন।শেষে দিনেশ নাকরানি ১০ বলে ১৪ রান করে দলকে এক বল থাকতে জয় এনে দেন। এর আগে নাকারিয়া ৪ ওভারে ১৪ রান দিয়ে নেন ৩ উইকেট।
বাছাইয়ে প্রথম তিন ম্যাচের দুটি হেরে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার আশা ফিকে হয়ে গেল জিম্বাবুয়ের। প্রথম ম্যাচে নামিবিয়ার বিপক্ষে হারের পর তানজানিয়ার বিপক্ষে জিতেছিল তারা। ২ পয়েন্ট নিয়ে সাত দলের তালিকায় চার নম্বরে আছে জিম্বাবুয়ে। তিন ম্যাচের দুটি জিতে ৪ পয়েন্ট নিয়ে তিনে উঠেছে উগান্ডা। সমান ৬ পয়েন্ট নিয়ে কেনিয়া দুইয়ে ও নামিবিয়া শীর্ষে আছে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল পাবে মূল পর্বের টিকেট। ২০২৪ সালের জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র ও উইন্ডিজে হবে ২০ ওভারের বিশ্বকাপ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post