স্পোর্টস ডেস্ক:: শক্তির পার্থক্য দ্বিতীয় ম্যাচেই বুঝিয়ে দিলো ভারত। সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ১৩ রানে হারলেও দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ১০০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে সফরকারীররা।
সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত আগে ব্যাট করে অভিষেক শর্মার সেঞ্চুরিতে ২৩৪ রান তুলেছিলো। জবাবে ব্যাট করতে নামা জিম্বাবুয়ে মাত্র ১৩৪ রানে গুটিয়ে গেছে আবেশ খান ও মুকেশ কুমারদের বোলিং তোপে।
২৩৫ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নামা জিম্বাবুয়ে লড়াইও করতে পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা দলটি১৮.৪ ওভারে ১৩৪ রানেই গুটিয়ে যায়। ব্যাট হাতে ইনিংস সর্বোচ্চ ৪৩ রান করেছেন মাধভেরে। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান করেছেন লুক জুঙ্গে। ২৬ রান করেছেন বেনেট।
ভারতের হয়ে আবেশ খান ও মুকেশ খান ৩টি করে উইকেট লাভ করেন।
জিম্বাবুয়ের বিপক্ষে আগে ব্যাট করে অভিষেক শর্মার সেঞ্চুরিতে মাত্র দুই উইকেট হারিয়ে তুলেছে ২৩৪ রান। হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে ব্যাট করতে নামা ভারত রীতিমতো তাণ্ডব চালিয়েছে জিম্বাবুয়ের বোলারদের উপর। অভিষেক শর্মা ২১২’র বেশি স্ট্রাইক রেটে মাত্র ৪৭ বলে সেঞ্চুরি করেছেন। টিক শতরানের ইনিংসটি সাজিয়েছেন সাত চার ও আট ছক্কায়।
অভিষেকের দিনে কম যাননি তিনে নামা ঋতুরাজ গায়কোয়াড। এগারো চার ও এক ছক্কায় ৪৭ বলে ৭৭ রান করে অপরাজিত থাকেন তিনি। তার সঙ্গী হন ২২ বলে ৪৮ রান করা রিঙ্কু সিং। ২ রান করেছেন অধিনায়ক শুবমান গিল। তাতেই ভারত থেমেছে মাত্র দুই উইকেটে ২৩৪ রানে।
জিম্বাবুয়ের হয়ে মুজারাবানি ও ওয়েলিংটন মাসাকাদজা ১টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post