স্পোর্টস ডেস্কঃ ব্যর্থতার দায়ভার নিয়ে পদত্যাগ করলেন জিম্বাবুয়ে ক্রিকেট দলের কোচ ডেভ হটন। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের পর ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলারও যোগ্যতা অর্জন করতে পারেনি আফ্রিকান দেশটি। তাই সরে দাঁড়ালেন এই কোচ।
দায়িত্ব ছাড়ার প্রধান কারণ হিসেবে ড্রেসিং রুমে আগের মতো সাড়া না পাওয়ার কথা জানিয়েছেন হটন। তিনি বলেন, ‘জিম্বাবুয়ে ক্রিকেট সবসময় আমার হৃদয়ে ছিল এবং আছে। যদিও জাতীয় দলের হয়ে আমার কোচিংয়ের সময়টা এখানেই শেষ। আমি অন্য জায়গাগুলোতে জড়িত থাকতে পছন্দ করবো।’
হটন আরও লিখেছেন, ‘এখানে আমার কোচিং ক্যারিয়ার শেষ হয়ে আসছে, দলকে এগিয়ে নিতে নতুন কাউকে দরকার। তবে আমি ক্রিকেটের অন্য কাজের সঙ্গে সংযুক্ত থাকব। জিম্বাবুয়েতে অনেক প্রতিভা রয়েছে। যাদেরকে ক্রমান্বয়ে জাতীয় দলে খেলার মতো পর্যায়ে নিয়ে আসতে তাদের বড় প্রজেক্টের সঙ্গে কাজ করব আমি।’
২০২২ সালের জুনে জিম্বাবুয়ের প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন হটন। তার অধীনে বিশ্বকাপের বাছাই পর্বে চ্যাম্পিয়ন হয়ে অস্ট্রেলিয়া বিশ্বকাপে জায়গা করে নিয়েছিল জিম্বাবুয়ে। ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে জিতেছে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ। বিশ্বকাপে গিয়ে আরও বেশি চমকে দেয় তারা। তবে ভারত বিশ্বকাপে জায়গা করে নিতে পারে নি রোডেশিয়ানরা। এমনকি ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইও উতরাতে পারেনি আফ্রিকার দেশটি। চলতি মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ হেরেছে তারা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post