স্পোর্টস ডেস্কঃ শনিবার থেকে শুরু হয়েছে জিম্বাবুয়ে-উইন্ডিজ টেস্ট সিরিজ। আজ থেকে শুরু হওয়া ম্যাচে আগে ব্যাট করতে নেমেছে ক্যারিবিয়ানরা। এই ম্যাচ দিয়ে টেস্টে অভিষেক হয়েছে জিম্বাবুয়ের ৪ ক্রিকেটারের। এছাড়া জিম্বাবুয়ের জার্সিতে সাদা পোশাকের ক্রিকেটে নতুন করে পথচলা শুরু হয়েছে সাবেক ইংলিশ ব্যাটার গারি ব্যালেন্সের।
ইংল্যান্ডের হয়ে ২০১৩ সালে অভিষেক হয়েছিল ব্যালেন্সের। পরের বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অ্যাশেজে সাদা জার্সিতে যাত্রা শুরু হয়েছিল তার। ইংলিশদের হয়ে ২৩ টেস্টে ৪টি সেঞ্চুরি ও ৭টি হাফ-সেঞ্চুরিতে ১৪৯৮ রান করেন তিনি। কিন্তু ২০১৭ সালের পর থেকে ইংল্যান্ডের টেস্ট দল থেকে বাদ পড়েন ব্যালেন্স।
গত জানুয়ারিতে আয়ারল্যান্ড সিরিজে জিম্বাবুয়ের হয়ে প্রথম খেলতে নামেন ব্যালেন্স। যেখানে ওয়ানডে সিরিজের ২টি ম্যাচে ও টি-টোয়েন্টিতে নিজের ক্যারিয়ারের অভিষেক ম্যাচ খেলেছেন তিনি। ওয়ানডেতে ৭৫ রান ও ক্যারিয়ারের অভিষেক টি-টোয়েন্টিতে ৩০ রান করেন তিনি। এবার আফ্রিকার দেশটি জার্সিতে অভিষেক হয়ে গেলো ব্যালেন্সের।
জিম্বাবুয়ে দলের সেরা অলরাউন্ডার সিকান্দার রাজা ও রায়ান বার্ল নেই উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে। দুজন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলছেন। চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলছেন বার্ল। জিম্বাবুয়ের তারকা ক্রিকেটার ক্রেইগ আরভিন সামলাচ্ছেন অধিনায়কের দায়িত্ব। চোটের কারণে নেই শন উইলিয়ামস। জিম্বাবুয়ের হয়ে অভিষিক্ত ক্রিকেটাররা হলেন- ইনোসেন্ট কাইয়া, তনুনুরওয়া মাকোনি, গ্যারি ব্যালেন্স (জিম্বাবুয়ের হয়ে অভিষেক), তাফাদজওয়া সিগা ও ব্র্যাড ইভান্স।
জিম্বাবুয়ে একাদশ: ইনোসেন্ট কাইয়া, তনুনুরওয়া মাকোনি, চামু চিভাভা, ক্রেইগ আরভিন, গ্যারি ব্যালেন্স, তাফাদজওয়া সিগা, ব্র্যান্ডন মাভুতা, ওয়েলিংটন মাসাকাদজা, ব্র্যাড ইভান্স, ভিক্টর নিয়াউচি ও রিচার্ড এনগারাভা।
উইন্ডিজ একাদশ: ক্রেইগ ব্র্যাথওয়েট, তাজেনারিন চন্দরপল, রেমন রেইফার, জারমেইন ব্ল্যাকউড, কাইল মায়ার্স, রোস্টন চেজ, জোশুয়া দা সিলভা, জেসন হোল্ডার, আলজারি জোসেফ, গুদাকেশ মতি ও কেমার রোচ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post