স্পোর্টস ডেস্ক:: প্রতিপক্ষ হিসেবে জিম্বাবুয়ে বেশ দুর্বল। কিন্তুু এই দুর্বলের বিপক্ষে জয়ের পর ক্রেডিট পান না, আবার হারলে সবাই সমালোচনা করেন, এমন মন্তব্য করেছেন জাতীয় দলের পেসার তাসকিন আহমদ। ঢাকায় সিরিজের চতুর্থ টি-২০ ম্যাচে মাঠে নামার আগে তাসকিনের এমন অভিযোগ।
পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে জিম্বাবুয়ে দল বাংলাদেশ সফর করছে। ইতিমধ্যে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তিনটি ম্যাচ হয়ে গেছে। বাংলাদেশ দল তিনটিতেই আধিপত্য দেখিয়ে জিতেছে। সিরিজও জয় নিশ্চিত হয়ে গেছে।
মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে সিরিজের শেষ দু’টি ম্যাচ। এই দুই ম্যাচের আগে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তাসকিন জানালেন, তার প্রতিক্রিয়া। এই পেসার জানিয়েছেন, যেকোনো প্রতিপক্ষের বিপক্ষেই তারা শতভাগ দেওয়ার চেষ্টা করেন। মাঠে নামলে কে দুর্বল আর কে সবল সেটা দেখার সুযোগ নেই।
বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে সিরিজ নিয়ে তাসকিন আহমদ বলেন, ‘আমরা বিশ্বকাপকেন্দ্রিকই চিন্তা করছি। মূল লক্ষ্য তো বিশ্বকাপ। দলগত আর ব্যক্তিগতভাবে যদি সবাই ৫-১০ শতাংশ উন্নতি নিয়েও বিশ্বকাপে যেতে পারি, তাহলে ভালো ক্রিকেট খেলতে পারব।’
জিতলে ক্রেডিট নেই, হারলে সবাই সমালোচনা করেন জানিয়ে তাসকিন আরো বলেন, ‘আমরা যদি একটা ম্যাচ হেরে যাই, তাহলে কিন্তু আরও অন্যরকম কথা হবে যে, জিম্বাবুয়ের সাথে হারসে। জিতলে আমরা ক্রেডিটটা কম পাই, ছোট দলের সঙ্গে খেললে, হারলে আবার বলবে ‘জিম্বাবুয়ের সাথে হেরে গেসে’! দুর্ভাগ্যজনকভাবে আমাদের অনেক কথাই শুনতে হয়। কিন্তু যখন খেলতে নামি, যে প্রতিপক্ষই হোক, আমরা চেষ্টা করি সেরাটা দিতেই। কখনো ভালো হয়, কখনো খারাপ হয়। উন্নতির ধারাটা রেখে সবাই খেলার চেষ্টা করি। সবার এটাই লক্ষ্য যে বিশ্বকাপে কিভাবে ভালো করা যায়।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post