স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষেই ভারত দলের জিম্বাবুয়ে সফর রয়েছে। তবে সেই সফরে বিশ্বকাপ জেতা বেশিরভাগ ক্রিকেটারই নেই। শুধুমাত্র যশস্বী জয়সুয়াল, সঞ্জু স্যামসন ও শিভম দুবে ছিলেন। তবে তারাও আপাতত যেতে পারছেন না জিম্বাবুয়েতে। তাদের পরিবর্তে তাই প্রথম দুই টি-টোয়েন্টিতে ভিন্ন ক্রিকেটারদের নাম ঘোষণা করেছে বিসিসিআই।
মূলত বিশ্বকাপ জয়ী ভারত দল এখনও দেশে ফিরতে পারেনি। শক্তিশালী ঘূর্ণিঝড়ের কারণে বার্বাডোস ত্যাগ করতে পারেনি পুরো দল। ফ্লাইট বাতিল, পরিবর্তন করে বুধবার দেশে ফেরার কথা রয়েছে তাদের। তবে বিশ্বকাপ জয়ী সেই দলের অংশ জয়সুয়াল, স্যামসন ও দুবেও তাই জিম্বাবুয়ে যেতে পারছেন না আগেভাগে। যার জন্য তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে প্রথম দুই টি-টোয়েন্টির দল থেকে।
তাদের পরিবর্তে ভারত দলে ডাকা হয়েছে সাই সুদর্শন, জিতেশ শর্মা ও হরষিত রানাকে। প্রথম দুই টি-টোয়েন্টি দলে যুক্ত হয়েছেন তারা। এদিকে বিশ্বকাপ দলে রিজার্ভ হিসেবে থাকা রিঙ্কু সিং ও খলিল আহমেদও আটকা আছেন বার্বাডোসে। তবে তারা ক্যারিবিয়ান দ্বীপ থেকেই সরাসরি জিম্বাবুয়ের বিমান ধরবেন। যার জন্য তাদের বদলি নেওয়া হয়নি।জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ৬ জুলাই থেকে।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টিতে ভারত দল
শুভমান গিল (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, অভিষেক শর্মা, রিংঙ্কু সিং, ধ্রুব জুরেল, রিয়ান পরাগ, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণুই, আভেশ খান, খলিল আহমেদ, মুকেশ কুমার, তুষার দেশপাণ্ডে, সাই সুদর্শন, জিতেশ শর্মা, হরষিত রানা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post