স্পোর্টস ডেস্ক:: জিম্বাবুয়ে সিরিজে সব ম্যাচ খেলবেন না সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। আইপিএল খেলে ক্লান্ত মুস্তাফিজকে খেলানো হবে ঢাকার দু’টি ম্যাচ। সাকিবও খেলবেন হোম অব ক্রিকেটের ম্যাচগুলো।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম তিনটি টি-২০ ম্যাচ খেলবেন না বাংলাদেশের এই দুই তারকা। আইপিএল ছেড়ে ঢাকায় ফিরলেও আপাতত বিশ্রামে থাকবেন মুস্তাফিজ। সাকিব ডিপিএলে খেলতে পারেন।
বাংলাদেশ দলের নির্বাচক গাজী আশরাফ লিপু আগেই জানিয়েছেন, সাকিব ও মুস্তাফিজ জিম্বাবুয়ে সিরিজের সবগুলো ম্যাচ খেলবেন না। বেছে বেছে কয়েকটি ম্যাচ খেলবেন তারা।
সাকিব আগামী ২৬ এপ্রিল দেশে ফিরবেন। এক দিন পর ২৮ এপ্রিল শেখ জামালের হয়ে ডিপিএলে খেলবেন তিনি। লিপু সাংবাদিকদের বলেন, ‘সাকিবের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি এই মাসের শেষ নাগাদ বাংলাদেশে আসবেন। এরপর একটা সম্ভাবনা আছে, প্রিমিয়ার লিগে তার এক-দুইটা ম্যাচ খেলার সুযোগ থাকবে। তারপরে আমাদের টিম ম্যানেজমেন্টের তত্ত্বাবধানে ঢুকে যাবেন তিনি। সেখানে কিছু তো ক্রিকেটিং স্কিল অনুশীলনের সুযোগ থাকবে। এরপর অবশ্যই আমরা চাইব, যেহেতু ৫টি ম্যাচ আছে, শেষের দিকে যেন তিনি খেলার সুযোগ পান। শুরুর দিকে তাকে পাওয়া যাচ্ছে না।’
মুস্তাফিজের খেলা নিয়ে প্রধান নির্বাচক বলেন, ‘আমার ধারণা মুস্তাফিজ প্রথম ম্যাচে এভেইলেবল থাকবেন না। কারণ তিনি আসবেন, উনাকে আমাদের মেডিকেল টিমের স্ক্রিনিং প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।। তারপর তার সঙ্গে কথোপকথন হবে। এরপর আমরা বুঝে নেব (দলে)।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post