স্পোর্টস ডেস্ক:: টি-২০ সিরিজ খেলতে ২৮ এপ্রিল বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে। মুস্তাফিজুর রহমানের আইপিএলের এনওসি আছে ৩০ এপ্রিল পর্যন্ত। টি-২০ সিরিজ খেলতে ‘কাটার মাস্টার’কে এরপরই ফিরে আসতে হবে ঢাকায়।
তবে মুস্তাফিজুর রহমানের আইপিএল খেলার পক্ষেই বিসিবি। ৩০ এপ্রিল এনওসি’র মেয়াদ শেষ হলে তা আবারো বাড়াতে পারে বাের্ড। ক্রিকেট বোর্ডের একটা অংশ চাইছে জিম্বাবুয়ে সিরিজের বদলে আইপিএলে খেলুন মুস্তাফিজ।
বাংলাদেশের এই কাটার মাস্টারকে নিয়ে বেশ ভুগছিলো বাংলাদেশ। ছন্দে ছিলেন না। বাদ পড়ছিলেন একাদশ থেকেও। তবে আইপিএলে গিয়েই চেন্নাইয়ের জার্সিতে নিজেকে ফিরে পেয়েছেন তিনি। বল হাতে হয়ে উঠছেন দুর্দান্ত। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী তিনি।
বিসিবিও চাইছে এমন ছন্দে থাকা মুস্তাফিজ আইপিএলেই থাকুন। তাতে করে উপকৃত হবে বাংলাদেশ দলও। সামনেই যে টি-২০ বিশ্বকাপ। বিসিবির পরিচালক আকরাম খানও ফিজের আইপিএল খেলার পক্ষেই। আকরাম খান বলেন, ‘জিম্বাবুয়ের সাথে খেলার চেয়ে আমার মনে হয় ওখানে খেললে সে অনেক কিছু শিখতে পারবে। আপনার ড্রেসিং রুম আছে, বড় ক্রিকেটারদের সঙ্গে খেলবে, ওখানকার স্ট্যান্ডার্ড ভালো, বিভিন্ন উইকেটে খেলতেছে, বিভিন্ন ধরনের ক্রিকেটারদের সঙ্গে খেলছে, আমার মনে হয় এই সুযোগটা ওর পাওয়া উচিত।’
মুস্তাফিজকে নিয়ে দল যে চিন্তিত ছিলো সেটা জানিয়ে আকরাম খান আরো বলেন ‘মুস্তাফিজের পারফরম্যান্স নিয়ে আমরা একটু চিন্তিত ছিলাম। গত এক বছর ধরে সে সংগ্রাম করছে। এখন আইপিএলে কিন্তু ওর পারফরম্যান্স ভালোর দিকে যাচ্ছে। একদম যে ভালো হচ্ছে তা না, যেহেতু টেস্ট ক্রিকেট সে খেলে না, ও যদি আইপিএলে এরকম ভালো খেলতে থাকে তাহলে বিশ্বকাপে বাংলাদেশ বেশি উপকৃত হবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post