জিম্বাবুয়েতে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সূচি চূড়ান্ত

0
11

স্পোর্টস ডেস্কঃ উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হবে আগামী ১৬ জুলাই।  সেটি শেষ করে দেশে ১৮ জুলাই ফিরবে টাইগাররা। কিন্তু বেশিদিন বিশ্রাম নেওয়ার সুযোগ নেই। এ মাসেই আবার জিম্বাবুয়ের উদ্দেশে বিমান ধরতে হবে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটের ক্রিকেটারদের।

বৃহস্পতিবার আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সূচি চূড়ান্ত করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। ২৮ জুলাই থেকে ওয়ানডে সিরিজ দিয়ে দ্বিপাক্ষিক লড়াই মাঠে গড়াবে। ৩০ জুলাই ও ১ আগস্ট বাকি দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপের অংশ জিম্বাবুয়ে-বাংলাদেশ ওয়ানডে সিরিজ। এরপর টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে দু’দল। ওয়ানডে আর টি-টোয়েন্টি, এই দুই সিরিজের ভেন্যু থাকছে হারারে স্পোর্টস ক্লাব। আগামী ৪, ৬ ও ৮ আগস্ট তিনটি টি-টোয়েন্টি মাঠে গড়ানোর কথা রয়েছে।

জিম্বাবুয়ে-বাংলাদেশঃ

ওয়ানডে সিরিজ সূচি-
২৮ জুলাই প্রথম ওয়ানডে, হারারে।
৩০ জুলাই দ্বিতীয় ওয়ানডে, হারারে।
১ আগস্ট তৃতীয় ওয়ানডে, হারারে।

টি-টোয়েন্টি সিরিজ সূচি-
৪ আগস্ট প্রথম টি-টোয়েন্টি, হারারে।
৬ আগস্ট দ্বিতীয় টি-টোয়েন্টি, হারারে।
৮ আগস্ট তৃতীয় টি-টোয়েন্টি, হারারে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here