নিজস্ব প্রতিবেদকঃ জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি সিরিজে নেই জাতীয় দলের বর্তমান চার সিনিয়র তারকা। নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমকে বিশ্রাম দেওয়া হয়েছে। আরেক তারকা সাকিব আল হাসান ছুটি চাওয়ায় নেই সফরে। এর বাইরে কিছুদিন আগেই টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল।
যার ফলে তারুণ্যনির্ভর এক দল নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ দল। আর সেই দলের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে নুরুল হাসান সোহানকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জেনেশুনেই সেই সিদ্ধান্ত নিয়েছে। সিনিয়রদের ছাড়া তরুণ ক্রিকেটারদের বাজিয়ে দেখার জন্যই এমনটা।
সোমবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ক্রিকেটারদের সাথে মধ্যাহ্ন ভোজের আয়োজন করে বিসিবির অপারেশন্স বিভাগ। আর সেটা শেষে এমন দল গঠনের ব্যাখ্যা দিয়েছেন বিসিবি অপারেশন্স কমিটির ভাইস-চেয়ারম্যান ও জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।
বিসিবির এই শীর্ষ কর্তা জানিয়েছেন টেস্ট ও ওয়ানডেতে সুযোগ নেই পরীক্ষা-নীরিক্ষা করার। এই একটা ফরম্যাটই আছে, যেখানে ক্রিকেটারদের পরখ করার সুযোগ রয়েছে। যেখানে জাতীয় দলের পারফর্মেন্সও খারাপ রয়েছে। আর জিম্বাবুয়ে সফরে এটি ভালো একটি সুযোগ। তবে এখানে যদি সিরিজ হেরেও যায়, এতেও সমস্যা দেখছেন না খালেদ মাহমুদ সুজন। ক্রিকেটারদের শারীরিক ভাষা, খেলার মানসিকতা দেখতে চান তারা।
সুজন বলেন, ‘আমরা মনে করেছি, ওয়ানডেতে পরীক্ষা-নীরিক্ষা করতে পারব না। এই ফরম্যাটে আমরা ভালো করছি। টেস্ট ম্যাচ অভিজ্ঞদের জায়গা। একটাই মাত্র ফরম্যাট, যেখানে আমরা…সব দলেই যদি দেখে তরুণ ক্রিকেটারদের ছড়াছড়ি। কাউকে যদি দেখতে চান এই ফরম্যাটটা দিয়েই দেখতে হবে।’
‘জিম্বাবুয়েতে যদি আমরা সিরিজ হেরেও যাই, হতাশ হবো না। আমি এই চাপ ওদের দিতে চাই না। আমি চাই ওরা স্বাধীনতা নিয়ে খেলুক, স্বস্তি নিয়ে খেলুক। আমরা দেখতে চাই ওদের শারীরিক ভাষা। ওরা টি-টোয়েন্টির মতো খেলতে পারে কিনা। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ যোগ করেন দেশের ক্রিকেট কর্তা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা