জিম্বাবুয়ের ওয়ানডে স্কোয়াড ঘোষণা

0
16

স্পোর্টস ডেস্কঃ আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। দলের নেতৃত্বে রাখা হয়েছে ক্রেইগ আরভিনকে। দলে ডাকা হয়েছে অভিষেকের অপেক্ষায় থাকা পেসার তিনাকা চিভাঙ্গাকে। যদিও গত মাসেই টি-টোয়েন্টিতে নামিবিয়ার বিপক্ষে তার টি-টোয়েন্টি অভিষেক হয়েছে। অভিজ্ঞ অলরাউন্ডার শন উইলিয়ামস ব্যক্তিগত কারণে এই সিরিজ থেকে ছুটি নিয়েছেন।

৪ জুন শুরু হবে জিম্বাবুয়ে-আফগানিস্তান ওয়ানডে সিরিজ। সিরিজের বাকী দুই ম্যাচ হবে ৬ ও ৯ জুন। সিরিজের সবগুলো ম্যাচ হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টিও হবে এই মাঠে। ১১, ১২ ও ১৪ জুন হবে টি-টোয়েন্টির সিরিজের ম্যাচ।

জিম্বাবুয়ের ওয়ানডে স্কোয়াড- ক্রেইগ আরভিন (অধিনায়ক), রায়ান বার্ল, রেজিস চাকাভা, টেন্ডাই চাতারা, তানাকা চিভাঙ্গা, লুক জঙ্গু, তাকুওয়ানাশে কাইতানো, ক্লাইভ মাদানে, ওয়েসলে মাধেভেরে, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, ডিওন এনডলভু, সিকান্দার রাজা, মিলটন শুম্বা ও ডোনাল্ড তিরিপানো।

আফগানিস্তানের ওয়ানডে স্কোয়াড- হাশমতুল্লাহ শহিদী, রহমত শাহ, আজমাতুল্লাহ ওমরজাই, ফরিদ মালিক, ফজল হক ফারুকী, ইব্রাহিম জাদরান, ইকরাম আলীখিল, মোহাম্মদ নবী, মুজিব উর রহমান, নজিবুল্লাহ জাদরান, রহমানুল্লাহ গুরবাজ, রশিদ খান, রিয়াজ হাসান, শহীদুল্লাহ কামাল, ইয়ামিন আহমদজাই ও জিয়া উর রহমান আকবর। (রিজার্ভ- নূর আহমদ, নিজাত মাসউদ)।

আফগানিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড- মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, আফসার জাজাই, আজমাতুল্লাহ ওমরজাই, দরবেশ রাসুলি, ফরিদ আহমদ মালিক, ফজল হক ফারুকী, হজরতুল্লাহ জাজাই, ইহসানউল্লাহ জানাত, করিম জানাত, নিজাত মাসউদ, নূর আহমেদ, রহমান উল্লাহ, রশিদ খান, শরফুদ্দিন আশরাফ ও উসমান গনি।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here