স্পোর্টস ডেস্কঃ জিম্বাবুয়ে সফরের জন্য ১৫ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে বিসিসিআই। যেখানে রাখা হয়নি বিরাট কোহলিকে। শিখর ধাওয়ানকে অধিনায়ক করে ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন ওয়াশিংটন সুন্দর, দীপক চাহার এবং কুলদীপ যাদব।
রোহিত শর্মার অনুপস্থিতিতে যথারীতি নেতৃত্বের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে ধাওয়ানের হাতে। চলমান উইন্ডিজ সফরের ওয়ানডে সিরিজে ভারতকে সাফল্যের সঙ্গে নেতৃত্ব দিয়েছেন। ১৫ জনের স্কোয়াডে নাম নেই ঋষভ পন্ত, জসপ্রীত বুমরাহ, লোকেশ রাহুল, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহালদেরও।
স্কোয়াডে ডাক পেয়েছেন রাহুল ত্রিপাঠী। চোট সারিয়ে দীর্ঘদিন পরে ফিরেছেন দীপক চাহার। ১৮, ২০ ও ২২ আগস্ট হারারে স্পোর্টস ক্লাবে তিনটি ওয়ানডে ম্যাচে মাঠে নামবে ভারত।
ভারতের স্কোয়াড: শিখর ধাওয়ান (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, শুভমান হিল, দীপক হুডা, রাহুল ত্রিপাঠি, ইশান কিশান, সাঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, আভেষ খান, প্রসিধ কৃষ্ণা, মোহাম্মদ সিরাজ এবং দীপক চাহার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০