স্পোর্টস ডেস্কঃ আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নেমেছে জিম্বাবুয়ে। ঘরের মাঠে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে আফ্রিকার দেশটি। শনিবার প্রথম ওয়ানডে খেলার পর সিরিজের বাকী দু’টি হবে ৬ ও ৯ জুন। সবগুলো ম্যাচ হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে। এই সিরিজ আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ। তিন ওয়ানডের পর দু’দলের টি-টোয়েন্টি সিরিজও হবে এই মাঠে। ১১, ১২ ও ১৪ জুন হবে টি-টোয়েন্টির সিরিজের ম্যাচ।
জিম্বাবুয়ের বিপক্ষে আফগানদের ওয়ানডে অধিনায়ক হাসমাতুল্লাহ শহিদী। সিরিজের প্রথম ম্যাচে এশিয়ার দেশটি শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নেমেছে। আছেন দলের বড় তারকা রশিদ খান ও মোহাম্মদ নবী। সবশেষ বাংলাদেশ সিরিজে গত ফেব্রুয়ারিতে দেশের জার্সিতে ওয়ানডে খেলেছিলেন দু’জন। প্রায় চার মাস পর ৫০ ওভারের ম্যাচে খেলছেন দুই অলরাউন্ডার।
আফগানিস্তান একাদশঃ রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমাতুল্লাহ শহিদি, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, আজমতুল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, ফজল হক ফারুকী ও ফরিদ আহমদ মালিক।
জিম্বাবুয়ে একাদশঃ রেজিস চাকাভা, ইনোসেন্ট কাইয়া, ক্রেগ এরভিন, ওয়েসলি মাধভেরে, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা, রায়ান বার্ল, ডোনাল্ড তিরিপানো, টেন্ডাই চাতারা, তানাকা চিভাঙ্গা ও ব্লেসিং মুজারাবানি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০