জিম্বাবুয়ে গেলো টি-২০ দল

0
24

স্পোর্টস ডেস্ক:: তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে বাংলাদেশ দল জিম্বাবুয়ে গেলো। মঙ্গলবার মধ্যরাতে টি-২০ স্কোয়াডের সদস্যরা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। টি-২০ সিরিজের পরপরই শুরু হবে ওয়ানডে সিরিজ।

সোমবার রাতে টি-২০ স্কোয়াডের কয়েক জন সদস্য ঢাকা ছাড়েন। মঙ্গলবার রাতে দলের অন্যান্য সদস্যরা ঢাকা ছাড়েন। অধিনায়ক নুরুল হাসান সোহানও এদিন দলের সঙ্গে রওয়ানা দিয়েছেন। বাংলাদেশ দলের কোচিং স্টাফের সদস্যরা ছুটিতে আছেন। তারা ছুটি কাটিয়ে জিম্বাবুয়েতে দলের সঙ্গে যোগ দেবেন।

৩০ জুলাই থেকেই শুরু হবে টি-২০ সিরিজ। তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচটি হবে ৩১ জুলাই। এক দিন বিরতি দিয়ে ২ আগস্ট তৃতীয় টি-২০ ম্যাচ। নতুন অধিনায়ক সোহান তাই দলগত অনুশীলনের খুব বেশি একটা সুযোগ পাবেন না। দ্রুতই তাকে নেমে পড়তে হবে ময়দানি লড়াইয়ে।

সিরিজের সবগুলো ম্যাচই হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে। বাংলাদেশ সময় প্রতিদিন বিকেল ৫টায় শুরু হবে টি-২০ সিরিজের খেলা। ওয়ানডে সিরিজ শুরু হবরে ৫ আগস্ট থেকে। সিরিজের দ্বিতীয় ম্যাচ ৭ আগস্ট ও ১০ আগস্ট অনুষ্টিত হবে এক দিনের সিরিজের শেষ ম্যাচটি। ওয়ানডে দলের সদস্যরা ৩১ জুলাই রাতে ছাড়বেন ঢাকা।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here