স্পোর্টস ডেস্ক:: জিম্বাবুয়ে সফরে যাওয়ার জন্য সরকারি অনুমোদনের (জিও) তালিকায় এনামুলক হক বিজয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসানরা আছেন। এছাড়াও চোটে থাকা পেসার সাইফউদ্দিন ও ব্যাটার ইয়াসির আলী রাব্বিরও জিও নেওয়া হয়েছে।
যদিও সাকিব আল হাসান জিম্বাবুয়ে সিরিজ থেকে ছুটি নিয়েছেন, তবুও তাকে রেখেই জিও করা হয়েছে। কারণ যে কোনো মুহুর্তে তার জিম্বাবুয়ে সফরে যাওয়া পড়বে। তাছাড়া তাঁকে টি-২০ অধিনায়ক করারও গুঞ্জন চলছে। সিরিজ চলাকালে কোনো ক্রিকেটারের প্রয়োজন পড়লে জিও না থাকলে তিনি যেতে পারবেন না। সেজন্যই বিসিবি সম্ভাব্য সকলেরই জিও অনুমোদন করিয়েছে।
বিসিবির নির্বাচকেরা ইতিমধ্যে দল গঠন করেছেন। সভাপতি নাজমুল হাসান পাপন অনুমোদন দিলেও বৃহস্পতিবার দলটি জানিয়ে দেওয়া হবে। নির্বাচকেরা নতুন কাউকে দলে নিচ্ছেন না। দলে থাকা পরীক্ষিতদেরকে নিয়েই ওয়ানডে ও টি-২০ ফরম্যাটের দল গঠন করা হয়েছে।
মাহমুদউল্লাহ রিয়াদের টি-২০ দলে থাকা না থাকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বোর্ড সভাপতি। তাই আপাতত তারও নাম আছে। জিও করানো হয়েছে ২৪জন ক্রিকেটারের। সঙ্গে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন, চিকিৎসক ও তিন জন সাপোর্ট স্টাফের বিদেশ সফরের অনুমতি নেওয়া হয়েছে।
২৬ জুলাই জিম্বাবুয়ে সফরের উদ্দেশ্যে দেশ ছাড়বে টি-২০ দল। এরপর ওয়ানডে দলে থাকা ক্রিকেটাররা যাবেন ৩০ জুলাই। তিন ম্যাচের টি-২০ সিরিজ দিয়ে শুরু হবে সফর, শেষ হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে। জিও করা ক্রিকেটারদের তালিকায় নতুন কোনো মুখ নেই।
জিম্বাবুয়ে সফরের জন্য সরকারি অনুমোদন (জিও) করা ক্রিকেটাররা হলেন- তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, এনামুল হক বিজয়, নাইম শেখ, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমদ, মোহাম্মদ শরিফুল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান , এবাদত হোসেন চৌধুরী, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন শৈকত, শেহ মেহেদি হাসান, মাহমুদুল হাসান জয়, ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান সোহান, মুনিম শাহরিয়ার ও হাসান মাহমুদ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০