জিম্বাবুয়ে সফরের দলে নেই মাহমুদউল্লাহ ও মুশফিক!

    0
    29

    স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জিম্বাবুয়ে সফরে দুই সিনিয়র ক্রিকেটার টি-২০ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমকে বিশ্রামে দিচ্ছে। এ দুই সিনিয়র ক্রিকেটারকে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে দলে না নেওয়া হতে পারে।

    এমনিতেই সাকিব আল হাসান জিম্বাবুয়ে সিরিজ থেকে ছুটি নিয়েছেন। তিনি খেলবে না। এবার মুশফিক ও রিয়াদ না গেলে বলা যেতে পারে কিছুটা তারুণ্য নির্ভর দল সফরে পাঠাবে ক্রিকেট বোর্ড। যদিও সিনিয়র ক্রিকেটাররা খেলতে চান এই সিরিজে।

    কিছু দিন আগেই বিসিবি পরিচালক ও জাতীয় দল পরিচালনায় ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ জালাল ইউনুস জানিয়ে ছিলেন, জিম্বাবুয়ে সফরে পূর্ণ শক্তির দলই পাঠানো হবে। সিনিয়র সব ক্রিকেটারই খেলতে চান এই সিরিজে।

    তবে এর আগে জানা গিয়েছিলো, বিসিবি এই সফরে সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দিতে পারে। তারুণ্য নির্ভর দল পাঠানো হতে পারে। স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ দল। অবশ্য ওয়ানডে সিরিজ আইসিসির সুপার লিগের অন্তর্ভূক্ত নয়। যার কারণে ক্রিকেট বোর্ড অন্যদের সুযোগ দেওয়ার চিন্তা-ভাবনা করছিলো।

    কিন্তুু পরবর্তীতে সিনিয়ররা খেলতে চাওয়াতে বিসিবি মূল দলই পাঠানোর সিদ্ধান্ত নেয়। তবে এবার সেই সিদ্ধান্ত থেকে সরে আসছে বোর্ড। সাকিবের সঙ্গে রিয়াদ ও মুশফিককেও দেখা যাবে না এই সিরিজে। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল শনিবার আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছে। ফলে টি-২০ সিরিজে তাকেও দেখা যাবে না।

    মুশফিকুর রহিম ঘরের মাঠে সবশেষ লঙ্কা সিরিজে খেলে ছিলেন। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তিনি খেলেননি। বিসিবি থেকে ছুটি নিয়ে ছিলেন আগেই। এই সময়ে তিনি পবিত্র হজ পালন করেছেন। হজের জন্যই উইন্ডিজ সফরে যাননি এই ব্যাটার। এবার জিম্বাবুয়ে সফরেও যদি তাকে বিশ্রামে রাখা হয়, তবে তাকে আর ফিরতে হবে এশিয়া কাপ দিয়ে।

    এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here