স্পাের্টস ডেস্ক:: সাকিব আগেই ছুটি নিয়েছেন জিম্বাবুয়ে সিরিজ থেকে। তবে এতোদিন ওই সময়ে তার সিপিএলে খেলা নিশ্চিত ছিলো না। এই ক্যারিবিয়ান লিগের প্লেয়ার্স ড্রাফটে নাম ছিলো না তার। নিলাম থেকে সিপিএলের ছয় ফ্র্যাঞ্চাইজি দলও গুছিয়ে নিয়েছে।
তবে এবার সুখবরই পেলেন সাকিব আল হাসান। সিপিএলের দল অ্যামাজন ওয়ারির্স চুক্তি করেছে এই ক্রিকেটারের সঙ্গে। আগামি আসরে দেখা যাবে বাংলাদেশের এই তারকাকে। জিম্বাবুয়ে সিরিজে ছুটি নেওয়া সাকিব ওই সময় খেলবেন সিপিএলে।
আগামি ৩১ আগস্ট থেকে শুরু হওয়া সিপিএল শেষ হওয়ার কথা অক্টোবরের শুরুতে। এরই মধ্যে অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের স্কোয়াড গুছিয়ে নিয়েছে। করোনাভাইরাসের ভয়কে জয় করে এবার মাঠে নামার পালা।
দেখে নিন সিপিএলের কোন দল কাকে নিয়েছে;
বার্বাডোজ ট্রাইডেন্টস: জেসন হোল্ডার, শায়ান জাহাঙ্গীর অ্যাশলে নার্স, স্টয়নিস, হ্যারি গার্নি, অ্যালেক্স হেলস, রাশিদ খান, জনসন চার্লস, শাই হোপ, হেইডেন ওয়ালশ জুনিয়র, জোনাথন কার্টার, রেমন রেইফার, জশুয়া বিশপ, নাইম ইয়াং, কাইল মায়ের্স, জাস্টিন গ্রিভস, ও রহমানউল্লাহ গুরবাজ ।
সেন্ট লুসিয়া: ড্যারেন স্যামি, কলিন ইনগ্রাম, মোহাম্মদ নবি, আন্দ্রে ফ্লেচার, রাইলি রুশো, কেসরিক উইলিয়ামস, অ্যানরিখ নর্টজে, চেমার হোল্ডার, রাখিম কর্নওয়াল, মার্ক দেয়াল, নুর আহমেদ, কিমানি মেলিয়াস, লেনিকো বাউচার, কাভিম হজ, জাভেল্লে গ্লেন, সাদ বিন জাফর ও ওবেদ ম্যাককয়।
জ্যামাইকা তালাওয়াস: সন্দীপ লামিচান, ফিদেল এডওয়ার্ডস, কার্লোস ব্র্যাথওয়েট, রভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল, তাব্রাইজ শামসি, চ্যাডউইক ওয়ালটন, ওশানে থমাস, আসিফ আলি, প্রিস্টন ম্যাকসুইন, আন্দ্রে ম্যাককার্থি, নিকোলাস কার্টন, জেভর রয়াল, রুমাহ বোনার, ভেরাসামি পেরমল, রায়ান পারসদ ও গ্লেন ফিলিপস,।
সেন্ট কিটস: ফ্যাবিয়ান অ্যালেন, র্যাসি ভ্যান ডার ডুসেন, ক্রিস লীন, এভিন লুইস, সোহেল তানভীর, ইশ সোধি, শেলডন কটরেল, দীনেশ রামদিন, ডেনিস বুল্লি, আলঝারি জোসেফ, বেন ডাঙ্ক, জশুয়া ডা সিলভা, ডমিনিক ড্রেকস, কলিন আরকিবাল্ড, জন রুস জাগেসার, রায়াদ এমরিট ও সানি সোহাল।
ত্রিনবাগো নাইট রাইডার্স: সুনীল নারাইন, ডোয়াইন ব্রাভো, পোলার্ড, কলিন মুনরো, ড্যারেন ব্রাভো, লেন্ডল সিমন্স, সিকান্দার রাজা, খ্যারি পিয়েরে, টিম সেইফার্ট, অ্যান্ডারসন ফিলিপ, জেদেন সিলস, ফাওয়াদ আহমেদ, আমির জাঙ্গু, টিয়ন ওয়েবস্টার, আকিল হোসেইন, মুহাম্মদ আলি খান ও প্রবীণ তাম্বে।
গায়ানা অ্যামাজন: শিমরন হেটমেয়ার, ইমরান তাহির, ব্রেন্ডন কিং, নিকোলাস পুরান, রস টেইলর, ক্রিস গ্রিন, কায়েস আহমেদ, চন্দরপাল হেমরাজ, কিমো পল, শেরফানে রাদারফোর্ড, রোমারিও শেফার্ড, নাভিন উল হক, কেভিন সিনক্লেয়ার, ওডিন স্মিথ, অ্যান্থনি ব্রাম্বেল, জাসদ্বীপ সিং ও আশমেদা নেড।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০