নিজস্ব প্রতিবেদকঃ বেশ কদিন ধরেই গুঞ্জন ছিল আসন্ন জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি দিয়ে নেতৃত্ব হারাতে যাচ্ছেন নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। একইসাথে দল থেকেও বাদ পড়তে যাচ্ছেন তিনি। শুধুমাত্র তিনিই নন। মাহমুদউল্লাহর সাথে এই সিরিজে বিশ্রামে যাচ্ছেন মুশফিকুর রহিমও।
এক প্রকার সেটাই হচ্ছে। বাদ না দেওয়ার কথা না বলা হলেও, বিশ্রাম দেওয়া হচ্ছে দুই ভায়রাভাইকে। জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে দুই তারকা মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমকে। এই সিরিজে থাকছেন না দুজন। কোনো সিনিয়র ক্রিকেটারই থাকছেন না। তরুণদের সুযোগ দেওয়া হচ্ছে এই সিরিজে।
উইন্ডিজ সফর থেকে ফেরার পর বিসিবির অপারেশন্স কমিটি ও নির্বাচক প্যানেল বৈঠকে বসে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের সাথে। রাজধানীর একটি হোটেলে আয়োজিত হয় সেই বৈঠক। যেখানে নতুন দল ও রিয়াদের বিশ্রাম নিয়ে আলোচনা হয়। আর রিয়াদও সেটি ইতিবাচক হিসেবে নিয়েছেন।
এই বৈঠক শেষে এই প্রসঙ্গে গণমাধ্যমকে বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘টি-টোয়েন্টিতে আমাদের মাহমুদউল্লাহ রিয়াদ অধিনায়ক ছিল। কয়েকদিন ধরে আলোচনা চলছিল অধিনায়ক ইস্যু নিয়ে। আমরা আজ রিয়াদকে ডেকেছিলাম। তার সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি, যে এবার আমরা নতুন দল পাঠাতে চাচ্ছি জিম্বাবুয়েতে। এর মধ্যে কিছু সিনিয়র ক্রিকেটারও থাকছে না। কিছু খেলোয়াড় দেখার জন্য পাঠানো হচ্ছে।’
বিসিবির কথা শোনার পর মাহমুদউল্লাহ রিয়াদের অবস্থান প্রসঙ্গে জালাল ইউনুস বলেন, ‘রিয়াদ অনেক ইতিবাচক ছিল। ওর কিছু প্রশ্ন ছিল, আমরা সেগুলোর উত্তর দিয়েছি। আমাদের মনে হয়, সে জিনিসটা ইতিবাচকভাবেই নিয়েছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা