জিম্বাবুয়ে সিরিজে নয়, এশিয়া কাপে যাবেন সাইফউদ্দিন!

0
24

স্পোর্টস ডেস্ক:: জাতীয় দলের পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন দলে নিয়মতি হতে পারছেন না ইনজুরির কারণে। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সংক্ষিপ্ত ফরম্যাটের দলে ছিলেন। তবে ইনজুরির কারণে উইন্ডিজ সিরিজে খেলা হয়নি।

দল ক্যারিবিয়ান সফরে থাকার সময় দেশে মাঠে ফেরার লড়াইয়ে ছিলেন সাইফউদ্দিন। পুনর্বাসন প্রক্রিয়া সেরেছেন দেশে। তিনি সামনের সপ্তাহেই যাবেন ভারতে। মাঠে ফেরার জন্য যা যা করণীয় তার সবকিছুই করছেন এই ক্রিকেটার।

তবে নির্বাচকেরা জানিয়েছেন, সামনের জিম্বাবুয়ে সফরে এই পেসারকে দলে নেওয়া হবে না। তাকে সুযোগ দেওয়া হতে পারে এশিয়া কাপে। নির্বাচকেরা সাইফউদ্দিনকে বলেছেন, জিম্বাবুয়ে সিরিজের চিন্তা না করে যেনো দুবাইয়ের এশিয়া কাপের পরিকল্পনায় তিনি কাজ করেন।

চোট সমস্যা কাটিয়ে মাঠে ফেরার জন্য কাজ করছেন জানিয়ে সাইফউদ্দিন বলেন, ‘নিজের কাজগুলো করছি, রিহ্যাব করছি। সব মিলিয়ে ফেরার প্রসেস টিক রাখার কাজ করছি। সব কিছু ঠিক থাকলে সামনের সপ্তাহে ভারতে যেতে পারি। শেষ ২২ তারিখ বোলিং করেছি ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার আগে। গত এক মাস বোলিং করিনি। রিহ্যাব করছি। নিজের কাছে ভালো অনুভব হচ্ছে।’

জিম্বাবুয়ে সিরিজে নয়, এশিয়া কাপ নিয়ে পরিকল্পনা করতে বলেছেন নির্ব‍াচকেরা জানিয়ে সাইফউদ্দিন বলেন, ‘সামনের জিম্বাবুয়ে সিরিজে আমাকে হয়তো বিবেচনায় রাখা হবে না। গত পরশু নির্বাচকদের সঙ্গে কথা হয়েছে। আমাকে এশিয়া কাপ নিয়ে পরিকল্পনা করতে বলেছে। ইনশাল্লাহ ভালোভাবে ফিট হয়ে সময় যেমনই লাগুক একেবারে ফেরার কাজ করছি।’

চোটের জন্য দীর্ঘ দিন থেকে দলের বাইরে ফেনীর এই ক্রিকেটার। গত বছর টি-২০ বিশ্বকাপে তিনি সবশেষ আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেন। জাতীয় দলের হয়ে ওয়ানডেও খেলেছেন বছর খানেক আগে। গত বছরের জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে খেলেন এক দিনের ম্যাচ।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here