জিম্বাবুয়ে সিরিজ খেলতে চান সবাই, জিততে চায় বিসিবিও

0
10

নিজস্ব প্রতিবেদক:: জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ দ্বিতীয় সারির দল পাঠাবে, সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেবে এমন একটা গুঞ্জন ছিলো। তবে ক্রিকেট বোর্ডের পরিচালক ও জাতীয় দল পরিচালনা প্রধান মোহাম্মদ জালাল ইউনুস জানালেন, তারা কোনো ঝুঁকি নিতে চান না। মূল দলের অর্থাৎ সিনিয়র ক্রিকেটারদেই পাঠানে হবে জিম্বাবুয়ে সফরে।

তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে এ মাসেই জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ দল। সফরের ওয়ানডে সিরিজটি আইসিসি বিশ্বকাপ ক্রিকেটের সুপার লিগের অন্তর্ভূক্ত নয়। তাই বিসিবি সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দিয়ে তরুণ ক্রিকেটারদের দিয়ে গঠনের পরিকল্পনা ছিলো। তবে শেষ পর্যন্ত আর সে পথে যাচ্ছে না বোর্ড।

সাকিব আল হাসান জিম্বাবুয়ে সফর যেতে চাননি। তিনি ক্রিকেট বোর্ডের কাছে ছুটির আর্জি জানান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও তার ছুটি মঞ্জুর করেছে। যার কারণে এই সফরে সাকিবকে দেখা যাবে না দুই ফরম্যাটের কোনোটিতেই। বিসিবি জানিয়েছে, সবাই খেলতে চায় জিম্বাবুয়ে সিরিজে।

বিসিবির পরিচালক মোহাম্মদ জালাল ইউনুস বলেন, ‘সবাই খেলতে চায় জিম্বাবুয়ে সফরে। সাকিব খেলবে না। এটা আমাদের আগেই জানিয়ে দিয়েছে। যে টিমটা আছে এখন, তারা সবাই খেলবেন। আমরা পূর্ণ শক্তির দলই পাঠাচ্ছি। পয়েন্টের খেলা নয় এই এটা, কিন্তুু সিরিজটা গুরুত্বপূর্ণ।’

বর্তমানে উইন্ডিজ সফরে থাকা বাংলাদেশ দল দেশে ফিরবে ঈদুল আযহার পর। এরপর এ মাসেই আবার জিম্বাবুয়ের উদ্দেশে বিমান ধরতে হবে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটের ক্রিকেটারদের। বৃহস্পতিবার আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সূচি চূড়ান্ত করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। ২৮ জুলাই থেকে ওয়ানডে সিরিজ দিয়ে দ্বিপাক্ষিক লড়াই মাঠে গড়াবে। ৩০ জুলাই ও ১ আগস্ট বাকি দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপের অংশ জিম্বাবুয়ে-বাংলাদেশ ওয়ানডে সিরিজ। এরপর টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে দু’দল। ওয়ানডে আর টি-টোয়েন্টি, এই দুই সিরিজের ভেন্যু থাকছে হারারে স্পোর্টস ক্লাব। আগামি ২৮ জুলাই প্রথম ওয়ানডে, ৩০ জুলাই দ্বিতীয় ওয়ানডে ও ১ আগস্ট তৃতীয় ওয়ানডে অনুষ্টিত হবে। এরপর ৪, ৬ ও ৮ আগস্ট তিনটি টি-টোয়েন্টি মাঠে গড়ানোর কথা রয়েছে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here